আমাদের কথা খুঁজে নিন

   

সুতরাং হিজাব খুলে ফেল, টি-শার্ট, ফতুয়া ও জিন্স পর.... লেখাটি পড়ার পর...

আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ... সুতরাং হিজাব খুলে ফেল, টি-শার্ট, ফতুয়া ও জিন্স পর.... লেখাটি পড়ার পর একটা মন্তব্য লিখতে যেয়ে মনে করলাম একটা পোস্ট দিই। আজকাল বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ইসলাম বিরোধীদের এবং নাস্তিকদের কর্মকাণ্ড তীব্র হারে বেড়ে গেছে। হিজাবের বিষয়টাকেই নাস্তিকরা তাদের অন্যতম টার্গেটে হিসেবে বেছে নিয়েছে। তারা চায় বাংলাদেশ থেকে হিজাবটাকে সরিয়ে দিতে। কিন্তু একটা বিষয় আমাদের কখনো ভুললে চলবে না সম্ভ্রান্ত পরিবারের কেউই হিজাব তথা পর্দা করা হতে নিজেকে বিরত রাখে না।

অনেকে হয়তবা মনে করতে পারেন হিজাব অর্থ নিজেকে কঠিনভাবে ঢাইক্যা-ঢুইক্যা রাখা। যেভাবে তালেবান আফগানিস্তানে প্রচার করছিল। আসলে ইসলাম এমন কিছু বলে না। ইসলাম হিজাবের জন্য একটি মানদণ্ড ঠিক করে দিয়েছে তার আওতায়ই নারীরা হিজাব বা পর্দা রক্ষা করে চলবে। জাফর ইকবাল সাহেবের উক্তি শুনে একটি সত্য ঘটনার কথা মনে পড়ে গেল।

একদা একজন মুসলিম একজন বেধর্মীর সাথে বসে আলাপ করছিলেন। তাদের উভয়ের পাশে তাদের স্ত্রীরাও ছিলেন। বেধর্মী ঐ লোকটি বললো হিজাব কেন করেন। মুসলিম ঐ লোকটি রাস্তার ধারে পার্ক করা দু’টি গাড়ীর প্রতি ইশারা করলেন। একটি গাড়ী ছিল হলুদ রঙয়ের যা ছিল কভার বিহীন এবং দ্বিতীয়টি ছিল কভার দিয়ে ঢাকা।

মুসলিম ঐ লোকটি জিজ্ঞেস করলেন ঐ হলুদ গাড়ীটি কেন আগলা এবং অপর গাড়ীটি কেন ঢাকা। তখন ঐ বেধর্মী লোকটি বললো যে, হলুদ গাড়ীটি ট্যাক্সি অর্থাত সবাই ওটাতে চড়ে এবং কভার দিয়ে ঢাকা ঐ গাড়ীটি ব্যক্তিগত এবং একজনের জন্য। তখন মুসলিম ঐ লোকটি বললেন আমার স্ত্রী শুধুমাত্র আমার জন্যই তাই সে পর্দা করে আর আপনার স্ত্রীর বিষয়টি আপনি নিজেই ভাবুন। এই বলে ঐ মুসলিম লোকটি উঠে চলে গেলেন। আমার এ ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে, যে দম্পতি শুধুমাত্র পরস্পরের জন্য তারা নিজেদেরকে অন্যদের সম্মুখে উপস্থাপন করা হতে বিরত রাখবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.