আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রতিবাদ [ সবাই পড়েন, গাইল পাইড়েন না কিন্তুক ]

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। প্রথম আলো তে নিয়মিত কলাম লেখেন, এমন একজন হলেন এবিএম মুসা। ছবিতে বা টিভি-তে দেখেছি, উনি একজন বয়স্ক মানুষ। সে জন্যে আমাদের ব্লগারদের বেশির ভাগেরই চেয়ে উনার চাক্ষুষ দেখার অভিজ্ঞতা অনেক বেশি। কিন্তু উনার সব কথার সাথে ঐতিহাসিক অনেক তথ্যের মিল থাকে না।

কি আর করবেন, উনার তো বয়েস হয়ে গিয়েছে। স্মৃতি বিভ্রাট তো হতেই পারে। তার উপরে আছে সরকারের সহানুভূতির ব্যাপার। আজকে উনি একটা কলাম লিখেছেন, যার শিরোনাম রাজনৈতিক দলকে কী বার্তা পাঠাল নারায়ণগঞ্জবাসী। লিংকঃ Click This Link সেখানে উনি এক জায়গায় উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ বা ফেনী শুধু নয়, স্বাধীনতা-পরবর্তী অনেক শহর আর অঞ্চলে বিগত শতাব্দীর শেষ দিকে প্রায় একই সময়ে বিভিন্ন শাসনামলে রাজনৈতিক নীতিবোধের অবক্ষয় ঘটেছে।

সন্ত্রাসের চারণভূমির পরিচিতি পেয়েছে। অবশ্য সারা বাংলাদেশে এই অবক্ষয়ের সূচনা করেছিলেন এক সামরিক শাসক, বিস্তারিত করেছিলেন আরেকজন জেনারেল। এইখানে আমি উনার সাথে একমত হতে পারছি না। স্বাধিনতার পরে রক্ষী বাহিনীর কোন কীর্তিই কি উনার চোখে পড়ে নাই? শেখ কামাল সাহেব কে ছিলেন? কেন রিলিফের কম্বল নিয়ে শেখ মুজিব বলেছিলেন, "আমার কম্বল কই?" কেন শেখ সাহেব বলেছিলেন তার দলের লোকেরা সব চাটার দলের লোক? কেন সীমান্ত দিয়ে আমাদের জন্য আনা সব রিলিফের মাল পাচার হয়ে যাচ্ছিলো পাশের অতি বন্ধুপ্রতীম দেশে, এবং বিডিআর এর মহাপরিচালক ছিলেন সি আর দত্ত! কেন গুপ্ত হত্যা বেড়ে গিয়েছিল? কেন মতিয়া গং এবং গাফফার চৌধুরী শেখ সাহেবের সোনার বাংলায় আস্থা স্থাপন করতে পারেন নাই? এমন কি এবিএম মুসা নিজেও বাকশাল-কে মেনে নিতে পারেন নাই! আমার হাতে কাছে এই মূহুর্তে সব রেফারেন্স নাই, তাই আরো অনেক কথা বলা গেল না। তবে এইটুকুই জাতি হিসাবে আমরা জানি, সন্ত্রাসের গোড়াপত্তন করেছেন জাতির পিতা এবং পৃতব্যগণই।

একজন সামরিক শাসক সেইটার গোড়ায় হয়ত জল ঢেলেছেন, বা অন্য এক জেনারেল [ যিনি আবার বর্তমান প্রধানমন্ত্রীর বড় চাই হিসাবে পরিচয় দেন, এবং সেই সম্পর্কের হিসাবে এবিএম মুসার ভাতিজা ] সেই বিষবৃক্ষকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন। এই বিষবৃক্ষ ছিয়ানব্বইয়ের পরে ফলে-ফুলে ডালপালা-আগাছায় আরো বাড়-বাড়ন্ত হয়েছে। এই বৃক্ষের এক ফলের আম শামীম ওসমান। মুসা সাহেব অনেক কথাই ইনিয়ে-বিনিয়ে বলতে পারেন তার লেখায়। কিন্তু আমরা সোজা ভাষায় বলতে চাই, স্বাধীন বাংলাদেশের প্রতিটি সরকারই সন্ত্রাসের পৃষ্ঠপোষক ছিল, এই সত্যটা মেনে নিতে ভয় কিসের? নাকি আমরা ব্লগাররা খালি ফালতু প্যাচাল পাড়ি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.