আমাদের কথা খুঁজে নিন

   

একটা ফ্রেন্ড এর স্টাটাস পরে টাস্কিত হলাম । দেখেন তো আপ্নারা এই তথ্য গুলা জানতেন কিনা??

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি না জানলে জেনে নিন.। .। .। .। .।

.। .। । । ।

। । । #বাঁ পাশের ফুসফুস ডান পাশেরটির চেয়ে ছোট। কারণওই জায়গাটায় আছে হৃদয়।

#একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধহাতের সমান #হৃৎপিন্ড যেমনটা ভাবাহয় বুকের বামদিকে আসলে তা নয়. এটা মাঝখানেই তবেবামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত. #মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০ টি. #চোখের একটা পলক ফেলতে০.৪ সেকেন্ড সময় লাগে। #মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল গজায়। #সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল। #একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা। #স্বাভাবিক জ়ীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।

#মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে। #একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার। #জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ থেকেপ্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত করে। #জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে। #একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০বছর বাঁচে তবে তার জীবনের১২.৫ বছর ঘুমের মধ্যে কাটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.