আমাদের কথা খুঁজে নিন

   

‘যশোর স্টিচ’কে ব্রান্ডিং নেম হিসেবে বহির্বিশ্বে পরিচিত করার আকাঙক্ষা বিবি গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ অঞ্চলের ঐতিহ্য সূচিশিল্প ‘যশোর স্টিচ’কে ব্রান্ডিং নেম হিসেবে বহির্বিশ্বে পরিচিত করার আকাঙক্ষা ব্যক্ত করে বলেন, এ অঞ্চলে উৎপাদিত সবজি, ফুলসহ সকল পণ্য শুধু দেশ নয়; সারাবিশ্বে ভার্চুয়াল ই-শপের মাধ্যমে যাতে বিক্রি করা যায়-সে ব্যবস্থা করতে রেগুলেটরি যে সহায়তা প্রয়োজন বাংলাদেশ ব্যাংক তা দিতে প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের সাফল্যের গল্প মানেই উদ্যোক্তাদের সাফল্যের গল্প। তাদের শিল্পপণ্য যেমন দেশের অর্থনীতিকে সচল করে, তেমনি বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করে। ’ তিনি গতকাল শনিবার সকালে যশোরে নারী উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শাহজালাল ইসলামী ব্যাংক আয়োজিত এ সমাবেশে ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্যের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

গভর্নর আরও বলেন, দেশের অর্ধেকই নারী। অর্থনৈতিক উন্নয়নে তাদের সহযোগী করা না হলে দেশের পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। আশার কথা হচ্ছে, আমাদের সরকার নারীদের নানামুখী কাজে সম্পৃক্ত করার প্রচেষ্টা নিয়েছে, এবং তাদের ক্ষমতায়ন হচ্ছে। এ ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোও এসএমই ও কৃষিতে সহায়তা করতে স্বল্প সুদে ঋণ প্রদানের দারুণ ব্যবস্থা নিয়েছে। নারী উদ্যোক্তাদের নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ঋণসহায়তা কার্যক্রমের বিষয়ে প্রশংসা করে ড. আতিউর রহমান বলেন, ব্যাংক যদি রি-ফিন্যান্স ব্যবস্থা গ্রহণ করে তবে আরও বেশি নারী উদ্যোক্তা উপকৃত হবে।

যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্যোক্তা সমাবেশে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান সরদার। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মুক্তার হোসেন, নারী উদ্যোক্তা তানজিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে তিনি ৯ নারী উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ করেন। শেষে নারী উদ্যোক্তাদের সূচিকর্মের ১৫টি স্টল পরিদর্শন করেন।

পরে গভর্নর প্রেসক্লাব যশোর পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং খুলনার উদ্দেশ্যে যশোর ত্যাগ করেন। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।