আমাদের কথা খুঁজে নিন

   

দূরের মৌচাক

দূর থেকে মনে হচ্ছে একটা বড় মৌচাক তবে মৌচাকটা গাছে নয় বাসে এবং চাক তৈরি করেছে বাসযাত্রীরা। অফিস টাইম সকলেই অফিসে যাওয়ার জন্য ব্যস্ত। তাই বাসে ভিড় অত্যাধিক । পা রাখার জায়গা নেই কোথাও। তার পরও আকড়ে ধরে থাকছে বাসের রেলিং ও গেট যেন মৌমাছি একটা চাকের উপর জটলা পাকিয়েছে।

এই ভিড়ের মধ্যে বাসে ওঠা মানে কঠোর প্রতিযোগীতায় নামা। বিশেষ করে ৯ নম্বর বাস ( মিরপুর টু গুলিস্তান)। বাস আকারে যেমন ছোট তেমনি লোকাল হওয়ার কারনে যাত্রীদের উপচে পড়া ভিড়। যেখানে পুরুষরা বাসে উঠতে গেলে যাত্রীদের চাপে ভ্যাবাচ্যাকা করতে হয়ে যায় সেখানে দেখলাম একটা মেয়ে গন্ডা গন্ডা পুরুষকে ঠেলে বাসে উঠছে। মেয়েটা দেখতে খারাপ না কিন্তু তার আচরন দেখে মনে হলো সে পুরুষের সমকক্ষ হতে চায়।

সে সম্ভত জানেনা নারীকে পুরুষের অর্ধেক হতে হলে দুবার জন্ম নিতে হয়। যা হোক বাসে উঠার তার এই ক্ন্ড দেখে অন্য এক ভদ্র মহিলা সম্ভবত জিজ্ঞেস করেছে কোথায় যাবে এবং এই ভিড়ের ভিতর দাড়িয়ে যাওয়া উচিৎ কি না? মেয়েটা কর্কশ মেজাজে উত্তর দিলো, '' যাব অনেক দুর, সিট না থাকলে কি করব? দাড়িয়ে যাব না। '' তার এই জবাব শুনে মনে হল তার সম্পর্কে আলোচ্য মন্তব্য করা বৃথা নয়। ০০.০০.২০০২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।