আমাদের কথা খুঁজে নিন

   

দূরের বাদ্য

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / সেদিন ছিল সেই আশ্চর্য বিকেল তিনি বললেন “ বসতে পারি প্লিজ ? যদিও পাশের সিটটি খালিই ছিল তবু অনিচ্ছাকৃত হ্যাঁ বলে তাঁকে বসতে দিলেম ‘ লাজুক এবং চশমা চোখের ভদ্রলোক দেখেই ভাল লাগার ঘোর তৈরী হয় । উনি সেই যে বসেই মুখে কুলুপ আঁটলেন --- আমি ট্রেনের জানালা দিয়ে দেখি সবুজ শস্যের গ্রাম আর মাঠ ছুটে যাচ্ছে তারা আমাদের সাথেই কতক্ষন চুপ থাকা যায় ? জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন ? উনি ইতস্তত করলেন ভেতরে সন্দেহের ঘোর কি ? হঠাতই বৃষ্টি ! আহ কেন যে আসে বৃষ্টি ? একেলা সুখের মত পাশে এসে জানান দেয় সবগুলো ভাললাগার ঘোর -- যিনি আছেন পাশে , ছুঁয়ে দিতে পারেন হাত নাহ এটুকু অভদ্র তিনি হতে পারেন না একাকী বিষণ্ণ হই ফের কতজনের চোখে আমি নীল নয়না সুন্দরী তার কি চোখে পড়ে না ? চা নিয়ে এল ট্রেনের সেবক তিনি এক কাপ নিয়ে আর এক কাপ আমাকে দিলেন এরপর ভেঙ্গে গেল সব বাঁধ গল্পে গল্পে কেটে গেল কতটা বুনো সময় ! ঝিক ঝিক ট্রেনের ঝম ঝম নৃত্যে ্‌ এলাম বুঝি ? এত তাড়াতাড়ি কেন যে সময় যায় ? নেমে যাওয়ার সময় হল বলে -- তিনি উঠলেন । লিখে দিলেন মুঠোফোনের আঁকাবাঁকা নম্বর গুলো বাসায় এসে যথারীতি মনে হল তাঁকে একটা কল করলেই হয় নাহ কি হবে ? বলে রেখে দিয়েছি মুঠোফোনের সংখ্যাগুলো সুগন্ধী রুমালের সাথে মাঝে মাঝে দেখা হয় ওদের সাথে ইচ্ছে করে ডায়াল করি জিজ্ঞেস করি কেমন আছেন ? হয়নি তাঁকে কল করা কি হবে দুরের অলিক ভালবাসাবাসি কাছে এনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।