আমাদের কথা খুঁজে নিন

   

দূরের মানুষ

দূর থেকে খুব মজার মানুষ আমায় যাবে দেখা, কাছে যতই আসবে পাবে আমায় ততই একা !

জীবনকে দেখছি আজ নতুন বিস্ময়ে এ কোথায় এসেছি কোন অচেনা জগতে! সবই তো চেনা আমার দেখেছি আগে আজ সেই চেনা সব অচেনা লাগে ! কেউ নেই বলার আজ, "দোস্ত, কেমন আছিস তুই?" আমিও ভুলেছি তাদের, গিয়ে বিদেশ-বিভূঁই ! আছে কিছু আমায় বলে, "কেমন আছো তুমি?" একরাশ কষ্টে বলি, "ভালো আছি আমি!" দুই নৌকায় পা আমার, আমি কারো নই আজ আমি দূরের মানুষ, একলা আমি রই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।