আমাদের কথা খুঁজে নিন

   

সামান্য আমি অসামান্য, নগণ্য আমি অগ্রগণ্য

আমি ERP বুঝি না। এ ভুবনে আমি সামান্য। কিন্তু আমি সামান্য হলেও সামান্যতায় আমার স্বস্তি নেই। তাই আমি SAP/ERP নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা (চনার ওপর আলোকপাত—এই অর্থে) করি RACO-তে, BHO-তে, Lake Castle-এ, Birulia-তে, SMS আর CEC সভাতে। আমার দায়িত্ব অন্যত্র হলেও, তাতে কী? সেই পদে বসেই কর্মঘন্টায় সবেতনে আমি BPO-দের Process Knowledge নিয়ে পরিহাস করি, ERP-তে আলোচনার ঝড় তুলি।

সেই ঝড়ের তান্ডবলীলায় পূর্ববর্তী Project Manager-এর বস্ত্রহরণ হয়, top management কুপরামর্শে বিপথগামী প্রমানিত হয়। । Top management আর Project Team কে দীর্ঘকর্ণ প্রমান করি। আমি হলে Project কীভাবে চালাতাম, বলি। আমার মত বুদ্ধিবেচা ঘুঘুর বুদ্ধি নিলে SAP-র কোন module-এর কোন বিচ্ছিরি সমস্যাটি কোন মন্ত্রবলে দূর হয়ে যেতে পারত, তাও বলি।

আমি SAP/ERP-তে সামান্য নই; নগণ্যতো নই-ই। তন্দ্রাবিলাস-প্রসূত কল্পিত SAP system –এর বর্ননায় আমি বুদ্ধিদীপ্ত কথার ফুলঝুরি ফোটাই। কতিপয় শ্রোতা বিমোহিত হয় এবং কতিপয় ভ্যাবাচ্যাকা খায়। তাতে আমার চোখ-মুখ আর নূরানী চেহারা আন্ন্দে উৎফুল্ল হয়, বুকটা আত্মবিশ্বাসে (মেকি) ফুলে-ফেপেঁ ওঠে। তলপেটে আমি consultancy idea-র প্রসব্বেদনা অনুভব করি।

যদিও জানি এই ভ্রূণ miscarriage হয়ে যাবে, কোন দিনই পৃথিবীর আলো দেখবে না। ভেতরে ভেতরে আমি ঠিকই জানি, আমার ERP-র কোন Module-এর কোন দক্ষতাই নেই। তবু সামান্য আমি অসামান্য। নগণ্য আমি অগ্রগণ্য। আমি বক্তা, আমি SAP কনসালটেন্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।