আমাদের কথা খুঁজে নিন

   

গাদ্দাফি ও কিছু প্রশ্ন

"অ্যাবসার্ড" মধ্য প্রাচ্যের গল্প যখন শুনি, তখন মনে হয় বেহেস্তের কাছাকাছি কোন বস্তু। এই রকম গাড়ী, ওই রকম বাড়ী। এত গুলো বউ, শত শত বাচ্চা। হা হা হা আর আমাদের দেশের মানুষ গুলো ওই বেহেস্তের নালা নর্দমা পরিস্কার করে, অতি অল্প বেতনে। তাদের কারো অন্যায় ভাবে ভিসা বাতিল হয়, কারো কারো বেতন আটকে থাকে, কারো কারো আবার গর্দান যায়।

কিছু লোক অবশ্য ভালো অবস্থায় আছে, কিন্তু তারাও সমান ভাবে বৈষম্মের শিকার। তাহলে যে সকল সুলতান এবং বাদসারা মধ্য প্রাচ্য শাসন করছে তাদের আপনারা ভালো বলবেন????? একই অবস্থা লিবিয়া তে ও। লিবিয়া তেও কতিপয় লিবিয়ান হয়ত ভালো অবস্থায় আছে, এবং বলাই বাহুল্য যে তারা গাদ্দাফির পা চাটা কুকুর। আরব শেখ দের মতো। আজ যারা গাদ্দাফির মৃত্যুর পর আমেরিকার বিরধিতা করতে গিয়ে গাদ্দাফি কে বাঘের বাচ্চা উপাধি তে ভূষিত করছেন তারা একটু চিন্তা করে দেখবেন বিষয়টা।

আমি আমেরিকার পক্ষে কিছু বলছি না। বলছি সেই গাদ্দাফির কথা, যে কিনা পশ্চিমাদের পা চেটে ৪০ বছর রাজত্ত করেছে। সেই গাদ্দাফি যে কিনা, কনডোলিতজা রাইস কে তার প্রেমিকা আখ্যা দিয়েছে। যে কিনা ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমেরিকান রা এতদিন গাদ্দাফিকে দিয়ে মুনাফা লুটসে।

সে হয়ত আরও কিসুদিন ক্ষমতায় থাকতে পারত যদি না সে তার দেশের সাধারন মানুষকে নির্বিচারে মারত। আমেরিকানদের কি আসে যায়?? গাদ্দাফি কে?? গাদ্দাফিকে দিয়ে তারা কি করবে??? এক গাদ্দাফি গেসে আরেকটা তৈরি হবে। গন বিপ্লবের মুখে ই হোক আর মার্কিনী দের নির্দেশেই হোক গাদ্দাফি আজ ইতিহাস। এখন প্রশ্ন হচ্ছে, কে আসবে ক্ষমতায়??? গাদ্দাফির চে ভালো কেউ নাকি আরও ভয়ঙ্কর কেউ???? ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) প্রধান মুস্তফা আব্দুল জলিল তো আরও কঠিন ইসলামিক লোক। তার কথা শুনে তো মনে হয় না যে সে এত সহজে আমেরিকান দের হাঁতে লিবিয়া কে তুলে দিবে।

যদি সে তাই করে তাহলে আমেরিকানদের স্বপ্ন ভঙ্গ হবে। আর যদি মার্কিনীদের তাবেদারি করে তাহলে গাদ্দাফি কে গালি দিয়ে লাভ কি?? অপেক্ষায় রইলাম। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।