আমাদের কথা খুঁজে নিন

   

সনেট ২ (গাদ্দাফি)

আমি ! অতি সাধারণ ! তবে আছে এক মন ! যার বিস্তৃত গগণ , যেথায় লক্ষ-কোটি নক্ষত্রের ঘূর্ণায়ন, ও একটি হৃদয়ের সঞ্চালন, যার পুরাটা অসাধারণ । আরবন্নয়নে আফ্রি জাদুকর ! সে কে ? ১৯৪২, সিরত, লিবিয়া। জন্ম যার ! রাজার রাজা সে, লৌহ মানব আবার। গাদ্দাফি! আফ্রি শাষকে কেও বুঝে তাকে। ভূগোল সে বুঝেছিল, নেতা-সুর বাক্যে, ১৯৬১ তে সৈনিক হল লিবিয়ার। “গ্রিনবুক” তার ! পড়তে হবে সবার ! ৪২ তম বর্ষে, ক্ষমতা ছাড়ল তাকে ! প্রায় ৬৯!! ২০১১ এর জাগরণ । “অপারেশন ও_ ডি_সি ”; ন্যাটোর হামলা , নিহত গাদ্দাফি !!! এন টি সি আজ বিজয়ী। থাকলোনা লিবিয়ায় আর তার শাষন! “তাকে” মেরে ন্যাটো দূর করলো ঝামেলা। কিন্তু ভাবো সব কিছুর জন্যে কে দায়ী ? সনেট-২ (Petrarchan) হাসান আল মাহমুদ (০২/১১/১১) (০2 : ০3 pm) (শাহজাদপুর)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।