আমাদের কথা খুঁজে নিন

   

গাদ্দাফি নিহত: এনটিসি

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁর জন্মশহর সারতের কাছে ধরা পড়ার সময় তিনি দুই পায়ে আঘাত পান। পরে তিনি মারা যান বলে দাবি করেছেন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) এক কর্মকর্তা। তবে ন্যাটো এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। এদিকে এনটিসির বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, গাদ্দাফির ছেলে মুতাসিমকে আটক করা হয়েছে।

এর আগে এনটিসির কর্মকর্তা আবদেল মজিদ মালেগতা রয়টার্সকে টেলিফোনে বলেন, ধরা পড়ার সময় গাদ্দাফি মাথায় ও দুই পায়ে আঘাত পান। তিনি একটি গাড়িতে করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় ন্যাটোর একটি যুদ্ধবিমান হামলা চালায়। গাদ্দাফির দলের সঙ্গে এনটিসির ব্যাপক গোলাগুলি হয়। এরপর গাদ্দাফি নিহত হন।

তবে তাঁর বক্তব্য বা দাবি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এনটিসির আরেক কর্মকর্তা মো. আবদেল কাফি রয়টার্সকে জানান, গাদ্দাফির মরদেহ গাড়িতে করে গোপন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হচ্ছে বলে তিনি জানান। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।