আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে একজন মানুষের কাছে সবচাইতে আপনজন কে - মা নাকি স্ত্রী , ভাই নাকি বোন , বাবা নাকি অন্য কেউ ?

প্রদীপ হালদার,জাতিস্মর। পৃথিবীতে একজন মানুষের কাছে সবচাইতে আপনজন কে - মা নাকি স্ত্রী , ভাই নাকি বোন , বাবা নাকি অন্য কেউ ? পৃথিবীর সব মানুষকে আমি প্রশ্ন করলাম তার জীবনে আপনজন কে ? এর কোন সঠিক উত্তর নেই । এক একজন এক এক রকম উত্তর দেবে । কেউ বলবে তার জীবনে আপনজন তার মা । কেউ বলবে বাবা ।

কেউ বলবে তার জীবনে আপনজন তার স্ত্রী । কেউ বলবে বন্ধু হলো তার জীবনে আপনজন। নানান জনের নানান মতামত। যাকে ছাড়া মানুষ চলতে পারে না তাকেই মানুষ আপনজন ভাবে। বাবা,মা, ভাই,বোন ,স্ত্রী যে যেমনভাবে যা্র মধ্যে বেশী প্রভাব ফেলতে পারে সেইজন তার আপনজন হয়ে ওঠে ।

আমি জাতিস্মর । চতুর্থবার মানব জন্ম । তিনবারই জলে ডুবে মারা গিয়েছি তিন বছর বয়সের মধ্যে। তাই আমার জীবনে মায়ের প্রভাব বেশী ছিল। কিন্তু বর্তমান জীবনে বুঝেছি যতক্ষণ ছোট থাকি ততক্ষণ মা সন্তানকে ভালোবাসে ।

যে মায়ের অনেক সন্তান সেই মা কোন সন্তানকে ভালোবাসতে পারে না । যে মায়ের একজন সন্তান সেই কেবল তার সন্তানকে ভালোবাসে । আমার জীবনে আমার আপনজন সব দূরে চলে গিয়েছে । আমাকে ধরে বেঁচে আছে আমার স্ত্রী এবং আমার একমাত্র পুত্র । এরাই আমার আপনজন ।

আমাকে নিয়ে বেঁচে আছে-হরিদাস মুখার্জী,মিষ্টার নন্দী,রমেশ সাহা । এরা আমার জীবনের সবচাইতে প্রিয় বন্ধু । পৃথিবীর সব মানুষ মুখ ফিরিয়ে নিলেও আমার এই তিন বন্ধু আমাকে আবার পৃথিবীর বুকে ফিরিয়ে আনবে । এরাই আমার আপনজন ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।