আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির চট্টগ্রাম রোডমার্চ এ বছর হচ্ছে না

দেশ বাঁচানোর স্লোগান নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ এ বছর আর হচ্ছে না। দ্বিতীয় দফায় পেছানো হয়েছে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচী। ঢাকার গুলশানে অবস্থিত কার্যালয়ে গত রবিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের কেন্দ্রীয় ও চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ। এদিকে দ্বিতীয় দফায় কর্মসূচী পিছিয়ে যাওয়ায় দলের তৃণমূল পর্যায়ে উদ্দীপনায় ভাটা পড়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এ রোডমার্চ এবং লালদীঘি মাঠের জনসভা। সারাদেশের অন্যান্য রুটের রোডমার্চের আগেই শেষ হবে। লালদীঘির জনসভায় সমাগম ঘটবে লাখো মানুষের। কর্মসূচীকে সামনে রেখে নগরী ও জেলায় ব্যাপক প্রস্তুতি শুরম্ন হয়েছে। এর আগে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ এবং লালদীঘি মাঠের জনসভার ঘোষিত তারিখ ছিল ২৫ ও ২৬ অক্টোবর।

পরে তা পিছিয়ে নবেম্বর মাসের শেষ দিকে নির্ধারণ করা হয়। সে অনুযায়ী চট্টগ্রাম মহানগরীর বিএনপির পক্ষ থেকে আগামী ২২ থেকে ২৬ নবেম্বর_ এ ৫ দিনের জন্য লালদীঘি মাঠের বরাদ্দও নেয়া হয়। তারিখ নির্ধারিত না হলেও এ ৫ দিনের মধ্যে যে কোন দিনে লালদীঘি মাঠের জনসভা হবে এমন প্রস্তুতি ছিল বিএনপির। কিন্তু দ্বিতীয় দফায় কর্মসূচি ফের পেছানো হলো এবং ২০১১ সালের কর্মসূচী গড়াল ২০১২ সালে। এদিকে, দিনক্ষণ ঠিক না হলেও চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি শুরম্ন হয়ে গিয়েছিল।

চলছিল নগরীর সকল থানা এবং ৪১ ওয়ার্ডে প্রচারণা। কিন্তু কর্মসূচী পিছিয়ে যাওয়ার আপাতত এ প্রস্তুতির ছন্দপতন ঘটেছে। বেগম জিয়ার জনসভাকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠলেও সোমবার থেকেই সত্মিমিত হয়ে পড়েছে সে চাঙ্গাভাব। এরই মধ্যে শুরম্ন হয়ে গেছে কোরবানির ঈদের আমেজ। মহানগর বিএনপি নেতারা বলছেন, কর্মসূচী পেছানোর ফলে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি কিছুটা সত্মিমিত হলেও এতে হতাশা নেমে আসার কোন কারণ নেই।

চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ এবং জনসভা দিয়েই শেষ হবে দলের কেন্দ্রীয় কর্মসূচী। আন্দোলন-সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপি সব সময়ই চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এ বিষয়ে চট্টগ্রামের নেতাকর্মী ও সমর্থকরা অবগত আছেন। কর্মসূচীর তারিখ নির্ধারিত হলে একে সামনে রেখে সবাই ঠিকই জেগে উঠবেন বলে আশাবাদ তাদের Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.