আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির তত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি সরকারের মেনে নিয়ে বিএনপির স্টাইলে একটি তত্বাবধায়ক সরকার গঠন করা উচিৎ

খালেদা জিয়া বলেছেন, তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না । তিনি আরো বলেছেন, সরকার তার পুরো সময় ক্ষমতায় থাকুক তাতে তাঁর কোনো আপত্তি নেই তবে তত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি সরকারকে মেনে নিতে হবে । এ'তো গেল খালেদা জিয়ার কথা; বিএনপির আরেক হ্যাভি ওয়েট নেতা তরিকুল ইসলাম কিন্তু মহাজোটকে আর এক মুহুর্তও ক্ষমতায় থাকতে দিতে রাজি নন । তিনি প্রতিদিনই জনগনকে সঙ্গে নিয়ে অবিলম্বে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার ঘোষণা দিয়ে যাচ্ছেন । যত মুখ তত কথা ।

যেহেতু দেশে গনতন্ত্র চলছে এত কথা নেতারা বলবেনই । সাকা চৌধুরী, কাদের মোল্লা ও ফখর উদ্দীন সাহেবদের রকমারী কথা তো আর জাতি কম শোনেনি । এবার তরিকুল সাহেবের পালা । এই ভাবেই বাংলাদেশের প্রভাবশালী তান্ত্রিক রাজনীতি চলতে থাকবে । আর যারা সাধারণ জনগন; তাদের অধিকার ইংরেজদের আমলে যা ছিল এখনও তাই আছে এবং আগামীতেও তাই থাকবে, এই হলো বাস্তবতা ।

তা যাই হোক, যেই কথা লিখতে বসেছি তা হলো- বিএনপির তত্বাবধায়ক ব্যবস্থার দাবি মেনে নিয়ে ঠিক বিএনপির স্টাইলে একটি তত্বাবধায়ক সরকার গঠন করে সেই সরকারের কাছে মহাজোটের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিৎ । এতে বিএনপির দাবিও পূরণ হয়ে যাবে এবং নিয়ন্ত্রন মহাজোটের হাতেই থেকে যাবে । আর মানুষও অশান্তি থেকে বেঁচে যাবে । যেহেতু বিএনপি নিজেও আগে এমন তত্বাবধায়ক সরকার গঠন করেছিল তাই দলটির এ নিয়ে আপত্তি থাকার কথা নয় । আপনারা প্রায় সবাই জানেন বিএনপি তাদের সমর্থিত প্রাসিডেন্ট ইয়াজুদ্দীন আহমেদকে প্রধান পদে রেখে তত্বাবধায়ক সরকার গঠন করেছিল ।

শুধু তাই নয়, সেই সরকারের বেশ কিছু সদস্যও বিএনপির পছন্দের ছিল । তাছাড়া, বিএনপির সমর্থক আজিজকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল, তাই আওয়ামী লীগেরও ঠিক সেই স্টাইলে লীগের সমর্থক কাউকে নির্বাচন কমিশনের প্রধান পদে বসানো উচিৎ । এতেও বিএনপির আপত্তি থাকার কথা নয় । সর্ব শেষে লিখবো, এরকম দলীয় সমর্থিত তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন আমার আকাঙ্খা নয় । আমি শুধু বিএনপির ধ্বংসাত্বক আন্দোলন থেকে মানুষকে বাঁচাতে এই প্রস্তাবটি রাখলাম ।

আপনারাই বলুন, ঐ কোটিপতি রাজনৈতিক নেতাদের আকাঙ্খা পূরণ করতে এই দেশের দরিদ্র জনগন তাদের নিজেদের আকাঙ্খা আর কত কাল পোড়াবে ?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.