আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীপুরে পোষাক কারখানায় শ্রমিক অসন্তোষ

শুক্রবার শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটী গ্রামের ইউনিল্যান্স কারখানায় দফায় দফায় শ্রমিকরা বিক্ষোভ দেখায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, গত দুমাস ধরেই তারা কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন।
রমজান মাস শুরুর দিন হতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের ডিউটি করার কথা। কিন্তু বৃহস্পতিবার কর্তৃপক্ষ সন্ধ্যার পর সকল শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক পরিচয়পত্র রেখে দিয়ে নাইট ডিউটি করাতে বাধ্য করে।
শুক্রবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। এ সময় তার পরিচয়পত্র ফিরিয়ে দেওয়াসহ অনিয়ম বন্ধের প্রতিবাদে কারখানায় দফায় দফায় ইট নিক্ষেপ করে কারখানার গ্লাস ভাংচুর করে বলে জানান শ্রীপুর থানার ওসি আমির হোসেন।
তিনি জানান, জুমার নামাজের পর কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বিক্ষোভ স্থগিত করে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.