আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীপুরে প্রার্থী আটকের খবরে মহাসড়ক অবরোধ

শ্রীপুর থানার ওসি আমীর হোসেন জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিলের সমর্থকদের বিক্ষোভে শুক্রবার বিকাল পৌনে ৩টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

“আবদুল জলিলকে র‌্যাব ধরে নিয়ে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক সমর্থক দুপুরের পর মাওনা এলাকায় সড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ শুরু করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল শুরুর চেষ্টা করছি। ”

মাওনা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান, যেখানে অবরোধ করা হয়েছে, তার দুই দিকে প্রায় ১৫ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। শ্রীপুরে মহাসড়কে যুক্ত বিভিন্ন সংযোগ সড়কেও বিক্ষোভ চলছে।

আবদুল জলিলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মো. নুরুন্নবী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার র‌্যাবের পক্ষ থেকে বেশ কয়েকবার ফোন করে জলিল সাহেবকে শিমুলতলী ক্যাম্পে দেখা করতে বলা হয়। কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।  

“আজ দুপুরে জুমার নামাজ শেষে শ্রীপুরের বরমি এলাকায় গণসংযোগ চালানোর সময় সাধারণ পোশাকের কয়েকজন লোক এসে র‌্যাব পরিচয় দিয়ে তাকে গাড়িতে করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে র‌্যাব-১ এর শিমুলতলী ক্যাম্পের সহকারী পরিচালক জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অবশ্য র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াৎ বলেন, “জমি সংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য এর আগে আবদুল জলিলকে ডাকা হয়েছিল।

আজকের বিষয়টি আমার জানা নেই। ”

আগামী ১৩ মার্চ অনুষ্ঠেয় শ্রীপুর উপজেলা নির্বাচেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হয়েছেন ইকবাল হাসান সবুজ। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমর্থক হিসাবে পরিচিত।  

আর দলের মতের বাইরে গিয়ে থানা আওয়ামী লীগের একাংশের সমর্থনে আবদুল জলিল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি স্থানীয় সাংসদ মো. রহমত আলীর সমর্থক হিসাবে পরিচিত।

  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.