আমাদের কথা খুঁজে নিন

   

‘বায়ু দূষণে হার্ট অ্যাটাক হতে পারে’

বিশেষজ্ঞদের দাবির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রতি বছর ব্রিটেনের হাজার হাজার অধিবাসী এই কারণে মারা যান। ল্যানচেট এর এই গবেষণা কাজের তহবিল দাতা প্রতিষ্ঠান দ্য ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলেছে, যুক্তরাজ্যকে অবশ্যই তার বায়ু পরিশোধন করতে হবে। কারণ দেশটির অনেক শহরে বায়ু দূষণের মাত্রা ইউরোপীয় ইউনিয়ন নির্ধারিত নিরাপদ মাত্রা প্রায়ই অতিক্রম করে। ১৫টি অঞ্চলে বায়ুর গুণগতমান ২০২০ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সীমা লঙ্ঘন করবে বলে সরকার ইতিমধ্যে স্বীকার করেছে। কিন্তু ডেফরা বলেছে, তারা বায়ুর গুণগতমানের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাজ্যর অধিকাংশ এলাকা সমস্ত দূষণকারীর জন্য ইইউ’র বেঁধে দেয়া সীমানার মধ্যে রয়েছে। যানবাহনের ধোঁয়া থেকে মূলত সৃষ্ট বায়ু দূষণ কে এর আগে হার্ট অ্যাটাক এর সঙ্গে সম্পর্কিত মনে করা হলেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে বলা হয়নি। যখন হৃদযন্ত্রের পেশী দুর্বল হওয়ার কারণে শরীরজুড়ে রক্ত সঞ্চালনের এর কাজটি ঠিকমতো করতে পারেনা, তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটে। যুক্তরাজ্যে প্রায়ই হার্ট অ্যাটাক এর কারনে এরকম ঘটনা ঘটে এবং এতে প্রায় সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীনসহ ১২ টি দেশের হাজার হাজার রোগীর উপাত্ত নিয়ে গবেষণা করে এই পর্যবেক্ষণ উপস্থাপন করেছে ল্যানচেট ।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.