আমাদের কথা খুঁজে নিন

   

বায়ু পরিষ্কারক গাছ

গৃহসজ্জার কাজে ব্যবহৃত ফার্নের মতো গাছ কি সত্যিই বায়ু পরিষ্কার করে ঘরের বাতাসের মান উন্নত করতে পারে? এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, নাসা, পেনসিলভানিয়া স্টেট ইউনির্ভাসিটি,  ইউনির্ভাসিটি অফ জর্জিয়া ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো গবেষণা করে জানিয়েছে, ঘরের ভেতরের গাছ সত্যিই বায়ু পরিষ্কারের কাজে লাগে।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, ঘরের ভেতরের কার্বন ডাইঅক্সাইড, বেনজিন ও ফরমালডিহাইডের মতো গ্যাসগুলোকে শোষণ করতে পারে গৃহসজ্জার গাছগুলো। এই বিষাক্ত গ্যাস অ্যাজমা ও বমিবমি ভাব থেকে শুরু করে ক্যান্সার ও শ্বাসতন্ত্রের যন্ত্রণার মতো দীর্ঘমেয়াদি রোগগুলোর সৃষ্টি করে।
গৃহসজ্জার গাছগুলো ক্ষতিকর গ্যাসগুলোকে পরিবেশ থেকে টেনে নিতে পারে। এসব গাছ বায়ু, মাটি ও পানিদূষণ রোধ করে। গাছগুলো তাদের পাতা ও মূলের সাহায্যে ক্ষতিকর গ্যাস শোষণ করে।
জাপানি রয়াল ফার্ন, স্পাইডার প্ল্যান্ট, বোস্টন ফার্ন, ইংলিশ আইভি, ঘৃতকুমারী, স্নেক প্ল্যান্টস ও পিচ লিলির মতো গৃহসজ্জার কাজে ব্যবহৃত গাছগুলো বায়ু পরিষ্কারকের কাজ করে বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.