আমাদের কথা খুঁজে নিন

   

বানান সমতা : বাংলা ভাষায় বিষয়টা কেন বেশ জটিল

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি অনেক শব্দের ক্ষেত্রেই কোন বানানটা সঠিক বানান, তা নিয়ে বহুমত আছে। যেমন কমিউনিস্ট, কমিউনিষ্ট বা মার্কসবাদ, মার্ক্সবাদ। বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণ এর বাইরে এসে ব্যাপারটা দেখা যাক। সূর্য না সূর্য্য - এখন কি লিখব? এখনও অনেকে পুরান অভ্যাসে য-ফলা দিতে চান। (লিখব না লিখবো, পুরান না পুরানো? ) এর পর যদি বানানের দর্শনে আসি, তা হলে বিষয়টি আরো সমস্যার হয়ে দাঁড়াবে। এখন কি আদৌ ন/ণ, শ/ষ/স, র/ড়/ঢ়, ই/ঈ, উ/ঊ - এসব ব্যবধান কার্যকরী? সংস্কৃত/বৈদিক ভাষায় এসব ধ্বনির আলাদা আলাদা উচ্চারণ ছিল, এখন নেই, মানে বাংলা ভাষাতে ধ্বনি ও তার প্রতিবর্ণীকরণের নিয়মটা বেশ জটিল বিশ্লেষণ ও চিন্তার ব্যাপার। ইংরাজি (না কি ইংরাজী) ফরাসি, জার্মন (না কি জার্মান) ভাষায় বানানের যে সমতা আছে (ব্রিটিশ ও আমেরিকান ইংরাজী,এর মধ্যে আবার নেই) বাংলা ভাষাতে তা নেই বলে বাংলায় বানান বিষয়টা বেশ জটিল। অনেকে বলে কোন আকাদেমী (বা একাডেমি বা এ্যাকাডেমি) র নিয়ম মানতে হবে, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী, ঢাকার বাংলা একাডেমি, অন্যান্য কিছু বানান অভিধান (যেমন - সংসদ) অনেক বানান এই সমতা দেখান নি। তাই ছাত্রদের বানান কাটার আগে অনেক চিন্তা দরকার, তাই না ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.