আমাদের কথা খুঁজে নিন

   

হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়াতে পারে লবণ

অবাক হবেননা, বিজ্ঞানীদের ব্যবহার করা এই সাধারণ জিনিসটা হলো সাদামাটা লবণ, যা কিনা আমরা খাবারে মেশাই৷ সিঙ্গাপুরের সংশ্লিষ্ট বিজ্ঞানীরা তাঁদের এই সফল পরীক্ষার কথা জানিয়েছেন৷ তাঁরা বলেছেন, এমন এক প্রক্রিয়া তাঁরা আবিষ্কার করেছেন যা সাধারণ খাবার লবণ ব্যবহার করে কম্পিউটার হার্ড ডিস্কের তথ্য-উপাত্ত স্টোর করার ক্ষমতা ছয় গুণ বাড়িয়ে দিতে পারে৷ সিঙ্গাপুরের জাতীয় গবেষণা ইনস্টিটিউট - এজেন্সি ফর সায়েন্স, টেকনলজি অ্যান্ড রিসার্চ - সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ও ডেটা স্টোরেজ ইনস্টিটিউটের সহযোগিতায় এই আবিষ্কার করেছে৷ এক বিবৃতিতে বিজ্ঞানীরা জানান, সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলো একটি প্রক্রিয়া বের করতে পেরেছেন, যে-প্রক্রিয়া হার্ড ডিস্কের তথ্য-উপাত্ত ধারণ করার ক্ষমতা প্রতি বর্গ ইঞ্চিতে ৩.৩ টেরাবিট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে৷ যার অর্থ আজকের দিনে একটি হার্ড ডিস্ক ড্রাইভ যেখানে এক টেরাবাইট তথ্য ধরে রাখতে পারে, সেখানে ভবিষ্যতে এই নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে একই জায়গায় ছয় টেরাবাইট তথ্য-উপাত্ত ধরে রাখা সম্ভব হবে৷ সিঙ্গাপুরি বিজ্ঞানীদের এই আবিষ্কারের বিশদ তথ্য প্রকাশিত হয়েছে ন্যানোটেকনলজি নামের বিজ্ঞান সাময়িকীতে৷ তথ্য ধরে রাখা খুদে কাঠামোগুলোকে বলে বিট৷ ফলে যত বেশি বিট ধরানো যাবে তত বেশি তথ্য ধারণ ক্ষমতা বাড়ানো যাবে৷ বিজ্ঞানীরা সেটাই করতে সক্ষম হয়েছেন৷ তাঁরা সুচারু এক প্যাটার্নে অনেক বেশি বিট সন্নিবেশিত করতে পেরেছেন৷ তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, এ হলো কোথাও বেড়াতে যাওয়ার সময় সুটকেসে কাপড় চোপড় প্যাক করার ব্যাপার৷ যত বেশি গুছিয়ে প্যাক করা যাবে তত বেশি জিনিস ধরানো যাবে৷ এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ‘বিট প্যাটার্নিং'৷ আগে যে-প্রক্রিয়া ব্যবহৃত হয়েছে সেটা অনেকটা ফোটো ডেভেলপ করার মত৷ একটা ফিল্মের ওপর বিটগুলো ছাপা হয়৷ কিন্তু তার চিহ্নরেখাগুলো বিজ্ঞানীদের চোখে স্পষ্ট ধরা পড়েনি৷ কিন্তু বিটগুলোর ছবি নেয়ার কাজে ব্যবহৃত সলিউশনে লবণ যুক্ত করার ফলে চিহ্নরেখাগুলো খুবই স্পষ্ট হয়ে দেখা দেয়৷ এই আবিষ্কারের জনক যিনি, তিনি হলেন সিঙ্গাপুরের জাতীয় গবেষণা সংস্থার অন্তর্গত ইনস্টিটিউট অফ মেটিরিয়েলস অ্যান্ড ইন্জিনিয়ারিং'এর সঙ্গে যুক্ত বিজ্ঞানী জোয়েল ইয়াং৷ তিনি মনে করেন, এখনকার পদ্ধতিগুলো যখন অকেজো হয়ে যাবে তখন হার্ড ড্রাইভ উৎপাদনকারীরা তথ্য ধরে রাখার জায়গা প্রসারিত করার জন্য বিকল্প পদ্ধতি খুঁজে বের করার প্রয়োজন অনুভব করবে৷ তাঁর ধারণা ২০১৬ সাল নাগাদ সংশ্লিষ্ট শিল্প মহল এই লবণ-নির্ভর বিট প্যাটার্নিং প্রক্রিয়াটি গ্রহণ করবে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.