আমাদের কথা খুঁজে নিন

   

হার্ড ডিস্ক ফেলে বিপাকে

যুক্তরাজ্যের নিউ পোর্টের অধিবাসী জেমস হাউয়েল সাউথ ওয়েলসের এক ল্যান্ডফিল সাইটে হন্যে হয়ে তার কম্পিউটারের একটি হার্ড ডিস্ক খুঁজে বেড়াচ্ছেন। কারণ ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের তথ্য তার সেই হার্ড ডিস্কটিতেই ছিল, যার মূল্য এখন ৪০ লাখ পাউন্ডেরও বেশি। আর হার্ড ডিস্কে সংরক্ষিত তথ্য ছাড়া বিটকয়েনগুলো ব্যবহার করা অসম্ভব।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হাউয়েলের হার্ড ডিস্কটিতে ৭ হাজার ৫০০ ভার্চুয়াল বিটকয়েনের তথ্য ছিল। অনেকদিন ধরে ড্রয়ারের এক কোণে ফেলে রাখার পর কোনো কাজে আসবে না ভেবে সেটিকে ফেলে দেন হোয়েল।


২০০৯ সালে তিনি বিটকয়েনগুলো কেনার সময় সেগুলোর নামমাত্র মূল্য ছিল। কিন্তু গত সপ্তাহে প্রথমবারের মতো প্রতিটি বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে এক হাজার মার্কিন ডলারের বেশি। সে হিসেবে হাউয়েলের বিটকয়েনের মূল্য ৭৫ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
কয়েক বছর আগে কাজ করার সময় হঠাৎ পানীয় পড়ায় কম্পিউটারটি বাতিল করে দেন হাউয়েল।
হাউয়েল বলেন, “আমি কম্পিউটারটির হার্ড ডিস্কের মতো দুটি যন্ত্রাংশ রেখে বাকি অংশকে স্পেয়ার হিসেবে বিক্রি করে দিয়েছিলাম।

আর তিন বছর পর্যন্ত অন্য কোনো ভাবনা ছাড়াই হার্ড ডিস্কটি আমার অফিসের ড্রয়ারে ফেলে রেখেছিলাম। এমনকি বিটকয়েনগুলোর কথাও খেয়াল ছিল না। পারিবারিক কারণে এবং বাড়ি পরিবর্তনের ফলে আমি সেসব ভুলে গিয়েছিলাম। ”
হার্ড ডিস্কটি খুঁজতে গিয়ে হাউয়েল সম্প্রতি হাজির হন তার এলাকার ময়লা ফেলার ভাগাড়ে। সাউথ ওয়েলসের সেই ফুটবল মাঠের আকৃতির ভাগাড় দেখে তিনি তা ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন।

তবে ভাগাড়ের ম্যানেজার জানিয়েছেন, তিনমাস আগে ফেলা তার হার্ড ডিস্কটি যে স্থানে আছে, তা তিন থেকে পাঁচ ফুট ময়লার নিচে থাকতে পারে।
ম্যানেজার আরও জানিয়েছেন, সাধারণত এ ধরনের জিনিস খোঁজার জন্য ১৫ থেকে ২০ জনের একটি দল থাকে। এছাড়া তাদের সঙ্গে সুরক্ষা সরঞ্জাম ও কুকুর থাকে।
তবে হাউয়েল জানিয়েছেন, অনুসন্ধানের পেছনে এ অর্থ খরচ করার সামর্থ তার নেই।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.