আমাদের কথা খুঁজে নিন

   

শামীম ওসমানের লেকচার

বিশ্বের নিপীরিত মানুষের শত্রু একটাই এবং তদের ধরন একই, এরা রয়েছে অনেক দূরে। এই শত্রুরা রয়েছে যেখানে থেকে পুঁজিবাদী এলিটদের জন্ম, যেখান থেকে এরা সরকার প্রধানদের ব্যাবহার করে তাদের শক্তি প্রেরণ করে, আর ঐ সরকাররা তাদের তাঁবেদারি করে লাভবান হয়। নারায়নগঞ্জের মেয়র প্রার্থি নির্বাচনের অন্যতম শক্তিশালী একজন প্রার্থী শামীম ওসমান। মিডিয়া থেকে প্রাপ্ত সংবাদ বলে তিনি একজন গডফাদারও বটে। গডফাদার কি চীজ এই সম্পর্কে আমার কোন ধারণা নেই।

তবে উনার গন সংযোগ নিয়ে কিছু কথা বলতে চাই। বেশ কিছুদিন আগে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের আলাপ চারিতায় তার বাক্য বিতন্ডিতা আমার খুবই পছন্দ হয়েছে। উনার গণ সংযোগ আধুনিক যুগের রাজনীতিবিদের কাছে একটি মডেল হিসেবে উপস্থাপন করা যায় অনায়াসে। নারায়নগঞ্জের নির্বাচন নিয়ে যেদিন থেকে মিডিয়ায় থাকে নিয়ে কথাবার্তা শুরু হয় আমি মনে হয় সবগুলো দেখেছি ও শুনেছি। তার আলাপ চারিতা আমাকে মুগ্ধ করেছে।

আমার কাছে মনে হয়েছে আমি যদি নারায়নগঞ্জে থাকতাম তবে ভোটটা দলমত না ভেবে নিশ্চিত তাকেই দিয়ে দিতাম। আমি তাকে বলতে চাই নারায়ন গঞ্জে যতগুলো প্রার্থী ভোটের জন্য কাজ করছে তার ভেতরে গণসংযোগে তিনিই সব চেয়ে শ্রেষ্ঠ। মিডিয়া তাকে গডফাদার উপাধি দিয়েছে। এর বিরুদ্ধে তিনি সংবাদ সন্মেলন ডাকতে চান কিন্তু নির্বাচন কমিশনের নিয়মের কারণে তিনি তা পারেন না এ কথা তিনি নিজেই নাগরিক সন্মেলনে বলেছেন। নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থী যখন সেনা মোতায়েনের দ্বাবী নিয়ে আসেন তখন তিনি বলেন নির্বাচন কমিশন সেনা কেন চাইলে জাতিসংঘ থেকে সেনা নিয়ে এসে মোতায়েন করতে পারে এ নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই।

দিন কয়েক আগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলো তারা সেনা মোতায়েন করবে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে। আইভি তৈমুর সহ বাকী সবাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালো। কিন্তু শামীম ওসমানের ব্যাপারটা মিডিয়া হাইলাইট্‌স করলো একটু অন্য ভাবে। যেন শামীম ওসমান ব্যাপারটা নিয়ে নারাজ। অথচ তিনি বলেছিলেন ‘আমাদের মানসিকতা ঠিক থাকলে সেনা কেন একজন পুলিশেরও প্রয়োজন নেই।

আমাকে গডফাদার হিসেবে চালনোর চেষ্টা করছে মিডিয়া কিন্তু আমার ভালো দিক গুলো তারা উপস্থাপন করছে না, প্লিজ ডোন্ট মেক ইয়োর সেল্‌ফ মুন্নি সাহা। ’ তার এই একটা কথার সাথে আমি একমত। আসলে সমস্তটাই নির্ভর করছে আমাদের মানসিকতার উপরে। মানসিকতা ঠিক থাকলে অপরাধ প্রবণতা কমে আসতে বাধ্য। শামীম ওসমানই একমাত্র প্রার্থী যিনি সবচেয়ে বেশি মিডিয়াতে এসেছেন তার বিতর্কিত কথা বার্তার জন্য।

অথচ এ জিনিসটি কেউ খেয়াল করেছে কিনা জানি না যেখানে আমাদের এম. পি মন্ত্রী এমন কি প্রধান মন্ত্রী পর্যন্ত পরস্পর বিরোধী কথা বার্তা বলে বসেছেন শামীম ওসমান এতগুলো বিতর্কিত বক্তব্য দেয়ার পরও তার একটি কথাও পরস্পর বিরোধী নয়। সাপ্রতীক সময়ে মন্ত্রী এম.পিদের অনেক পরস্পর বিরোধী কথা বার্তা শোনা যায়। যেমন; নারায়নগঞ্জের আওয়ামীলীগের প্রার্থি সমর্থনের বিষয়টি। প্রথম দিকে সরকারী দল এমন কি প্রধান মন্ত্রী পর্যন্ত বিভিন্ন সভা সামাবেশে বা অনুষ্ঠানে গলা বাজিয়ে বলছিলেন নারায়নগঞ্জের নির্বাচনে সরকারী দল তাদের কোন প্রার্থীকে দলীয় সমর্থন দিবেনা কারন এতে নাকি নির্বাচন কমিশনের নিয়ম নীতি ভাঙ্গা হয়। কিন্তু ঠিকই শামীম ওসমান দলীয় সমর্থন পেয়ে বসে আছেন।

আইভীর ব্যাপারে তিনি বলে ছিলেন দিন কয়েকের ভেতরে আইভী তার হয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে। আজ সকালে যখন একুশে টেলিভিশনে শামীম ওসমানের দলীয় সমর্থনের বিষয়টি নিয়ে একট রিপোর্ট প্রকাশ করছিলো তাতে শামীম ওসমানের একটি কথা প্রচার করা হয়। তিনি বলেন ‘রাজনীতি আপনাদের কাছে সাধারন একটি বিষয় হতে পারে, আমাদের কাছে এটি ম্যাথমেটিকসের মত। পলিটিক্‌স এক প্রকার ম্যাথামেটিক্‌স, আপনি যেভাবে ঘুটি চালবেন সেটায় ঘটবে। ’ আমি বলতে চাইছি এই ব্যাক্তিটিকে কোন ধসে পড়া কোম্পানীর সি ই ও’র চেয়ারে বসিয়ে দেয়া হোক শামীম ওসমান তার বুদ্ধিদীপ্ত বক্তব্য দিয়ে সেল্‌স বাড়িয়ে কোম্পানীটিকে ভরা ডুবির হাত থেকে বাচাতে পারবে।

নইলে ডেসটিনি ২০০০ লিমিটেডে জয়েন করিয়ে দেয়া হোক ডেসটিনি পাবে তাদের একজন ভালো বক্তা ও মার্কেটার। নতুবা বি এন পি যে রাজনৈতিক প্রশিক্ষনের আয়োজন করছে তার কোন এক লেকচারে পাঠিয়ে দিয়ে তাদের নেতা কর্মীদের একটু গন সংযোগ শিক্ষা দিয়ে আসবে। নতুবা আমাদের মন্ত্রীদের পরস্পর বিরোধী লেকচার থেকে কি করে বাচবেন এর উপরে একটা ট্রেনিং সেশনের দ্বায়ীত্ব দিয়া হোক। মাল্টি প্রতিভাধারী এই লোকটি মেয়র হওয়ার পর যে তার নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে খেয়ে বসে থাকবে তা কি আর বলতে হয়? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।