আমাদের কথা খুঁজে নিন

   

বন্যপ্রাণী আইন ভঙ্গ করে দেশ প্রেমিক!!! ব্যবসা আর টাকার জোড়ে আর কত ভণ্ডামি দেখতে হবে??

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন উপরের ছবি দুটো লক্ষ্য করুন একটি দেশ প্রেমিক অপরটি প্রকাশ্যে দেশের আইন ভঙ্গ করে বেআইনি একটি কাজ দেখানো হচ্ছে তাও নিষ্পাপ শিশুদের জড়িত করে। এই বিজ্ঞাপনটি টিভিতে যখন প্রথম দেখেছিলাম তখনই রাগে দুঃখে আমার গা জ্বলে যাচ্ছিল। একটি বাচ্চা ছেলে খুশি হয়ে ডাক্তার আপাকে একটি খাঁচায় বন্দী ময়না পাখি common hill myna (Gracula religiosa) উপহার দেয় এবং এতে ডাক্তার আপা ও তার মেয়ে অনেক খুশি হয়। বাংলাদেশ বন্যপ্রাণী আইন ২০১২ এর নবম অধ্যায়ের ধারা ৩৮(২) মোতাবেক তফসিল ১ ও ২ এ উল্লিখিত কোন পাখি বা পরিযায়ী পাখি এবং তাদের দেশের মাংস সংগ্রহ করিলে, দখলে রাখিলে, ক্রয় বা বিক্রয় করিলে বা পরিবহন করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং এই অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৬ বছর কারাদণ্ড বা ৩০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধ পুনরায় করিলে ১ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাছাড়া এই ধরনের বিজ্ঞাপন হাজার মানুষকে বিশেষ করে শিশুদের বন্যপ্রানী পালনে উৎসাহ যোগাবে যা প্রকৃতির জন্য ভয়াবহ এবং দেশের আইনের অমান্য। অনেকেই মনে করবে ময়না পাখি পালা ভাল কাজ বেআইনি নয়। বাংলাদেশে এইসকল আইন দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন অধিদপ্তর নামে একটি সরকারী প্রতিষ্ঠান আছে। কিন্তু রবির মত একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে এমন দৃশ্য দেশের সকল মিডিয়ায় কি করে দিনের পর দিন প্রচারিত হয়??? জনগনের টাকায় বেতন পাওয়া এইসব কর্মকর্তারা কি করে? আইন শৃঙ্খলা বাহিনী কি জন্য? তারা আইন প্রয়োগ করবে কি জানেই না কোনটি বেআইনি কাজ!! মাইন রানা  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.