আমাদের কথা খুঁজে নিন

   

বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কাজে বিশেষ অবদানের জন্য WTB ও ড. রেজা খানকে কে এওয়ার্ড প্রদান।

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কাজে বিশেষ অবদান রাখার জন্য ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন - ২০১১ প্রাপ্ত হয়। বন্যপ্রাণী বিষয়ে এই জাতীয় পুরস্কার পেয়ে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ গর্বিত। ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের প্রধান নির্বাহী প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন। বন্য প্রাণী গবেষক ড.আলী রেজা খানকেও বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১১ পদক দেয়া হয়। ড.আলী রেজা খান ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশকে কেন এই পদক? ২০০৩ সালে যাত্রা শুরু করে বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণের জন্য এত বড় সন্মান সত্যিই অনেক বড় অর্জন। বাংলাদেশের বন্যপ্রাণী নিয়ে ব্যক্তি পর্যায়ে অল্প বিস্তর গবেষণা অনেকদিন ধরেই হচ্ছে কিন্তু প্রাতিষ্ঠানিক গবেষণা ও সাধারণ মানুষকে বন্যপ্রাণী বিষয়ে সচেতন করার জন্যই ড. আনোয়ারুল ইসলাম একটি সংস্থা তৈরির উদ্বেগ নেন। এরই মধ্যে বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রজাতি নিয়ে যেমন উল্লুক, এশিয় হাতি, ভল্লুক, বাঘ নিয়ে কাজ করে গবেষণা পর্যায়ে প্রচুর সুনাম পেয়েছে সংরক্ষণ কাজে ও নিরলস কাজ করে যাচ্ছে। ড. আনোয়ারুল ইসলাম বাংলাদেশের একজন বন্যপ্রাণী গবেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণী ইউনিট তার নিজের হাতে গড়া। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে অধ্যাপনার কাজে নিয়জিত আছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.