আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের নপুংসক সরকার

৮ জনের শিরচ্ছেদের কাহিনি সৌদিআরবে আমাদের এম্বাসি এ ঘটনা সম্পর্কে প্রথম দিন থেকেই অবগত ছিল, তাহলে তারা কেন শিরচ্ছেদের ব্যাপারে কোন প্রতিরোধ মূলক ব্যাবস্থা গ্রহন করলেন না ! তাছারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই বা কেন কোন ব্যাবস্থা নেওয়া হলনা । পররাষ্ট্র মন্ত্রণালয় একটু চেষ্টা করলেই হয়তো এ অবস্থা হতনা । সরকার কিসের ভয়ে কোন পদক...্ষেপ নেইনি ! সরকার কি আজীবন সৌদিআরবীদের হুজুর হুজুর বলেই যাবে ! আমাদের দেশের ৩০ থেকে ৩৫ লক্ষ কর্মজীবি সেখানে আছে এবং তাদের ফেরৎ পাঠানোর ভঁয়েই কি সরকার পিছু পা হচ্ছে ! কিন্তু ঐ কাজ তো তারা পারিশ্রমিকের বিনিময়ে করে এবং ঐ কাজ বাঙ্গালিরাই করবে, অন্য কোন দেশের লোকেরা ঐ কাজের জন্য চৌদিআরবে যাবেনা । তাছারা যেখানে আমাদের দেশে ছোট ছোট বিষয় নিয়ে হরতাল হয় দাঙ্গা হয় সেখানে এই ঘটনাটি নিয়ে হরতাল না হওয়াটা অবাক করার মত এবং হাস্যকর । এখনো ৫ জন আছে যাদের মৃত্যুদন্দ এখনো কার্যকর হয়নি তাদের জন্য আমাদের সরকার কি করবে এখন সেটাই দেখার বিষয় ।

আমাদের পররাষ্ট্র সচিব "মিজারুল কায়েস" বললেন যে ঘটনাটি আইনি মোতাবেক হয়েছে । ফৌজদারি মামলার ভিত্তি কখনোই প্রতিহিংসা হতে পারেনা । তাতে মানবতাবাদি শাশ্তি হয়না । তাছারা বর্ববতা আইন এখন মেনে চলার কোন প্রশ্নই উঠেনা । ৩০-৪০ বছর আগে আমেরিকায় কালো চামড়া হলে ভোটাধিকার দেওয়া হতনা এবং সেই বর্বর আইন এখন আর নেই ।

তাহলে কেন আমাদের এই প্রতিহিংসা আইন এখনো মানতে হবে !!! তাছারা এখন বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি হচ্ছে যে সরকার নাকি নিহতের পরিবারকে ৫০ লাখ টাকার বিনিময়ে আসামিদের ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছিল । কিন্তু সাবেক পররাষ্ট্র সচিব মীর সাদেক(সৌদিয়ারব), এ টি এন নিউজ এর বার্তাবাহক মুন্নি শাহা, এবং আরো অন্যান্য উৎস থেকে জানা গেছে যে এই কথা সম্পুর্ন মিথ্যা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.