আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো পাঠশালায় ভালবাসার নামতা

কালের ¯্রােতে ভেসে যাওয়া আমার পুরোনো সময়কে প্রশ্ন করোনা পারলে আমায় জিজ্ঞেস করো কবে থেকে জ্বলছি? জীবন পরীক্ষায় শতভাগ পরাজিত হলেও আমারো কিছু একান্ত প্রাপ্তি আছে যেমন ধরো, তোমার-আমার সাদা-কালো বর্ণিল স্বপ্নের এলোমেলো বিন্যাস। আমার মালিকানায় কোনোদিন কিছু ছিলোনা, থাকতেও নেই আমিতো ভোগবাদী স্বার্থপর স্বার্থপর নতমুখী দন্ডিত অপুরুষ নই আমার আছে তোমাকে পাওয়ার মতো একবুক আগুণ ধরানো ভাললাগা আর কি বা চাও তুমি যা আছে তোমাকে দেয়ার। নি:স্ব যাযাবর বারবার বিদ্রোহী হয়না, একবার হয় যখন সব সব ফুল মুখ ফিরিয়ে নেয় না বলা যতো সব খোলা আকাশ কাউকে সাক্ষী রেখে মুখোমুখি নয়, বিবেকের তীব্র দহনে পৃুড়বে তুমি সন্ধ্যা কবি হওয়ার মাঝে অর্জনের কিছু নেই ব্যর্থতা ছাড়া। একক রাজ্য বা চোখ ধাঁধাঁনো সমৃদ্ধির পাহাড় চাইনা হারানো অতীতের মতো চাই আমার প্রথম প্রহরের অতি সাধারণ সেই মেঘবালিকাকে বিনষ্ট হতে হতে সত্যি আমি কান্ত ভোরের নদীর মতো এবার দাও মুক্তি পথের দাবিতে চেনা জগৎ। তোমার দেখানো ভুলে ভুলে ক্ষয়ে ক্ষয়ে ক্ষয়িষ্ণু আমার দিনমান অতপর ধুলোবালি মাথা চোরাবালি থেকে পুর্ণজাগরণের অপেক্ষায় মলিন শহরে ভালবাসায় পাঠশালায় একাই শিখব পুরোনো নামতা নির্ঘুম রাত নিশিদিন ভাবে তোমায় একলা নির্জনের গান পায় পূর্ণতা।

কালের ¯্রােতে ভেসে যাওয়া আমার পুরোনো সময়কে প্রশ্ন করোনা পারলে আমায় জিজ্ঞেস করো কবে থেকে জ্বলছি? জীবন পরীক্ষায় শতভাগ পরাজিত হলেও আমারো কিছু একান্ত প্রাপ্তি আছে যেমন ধরো, তোমার-আমার সাদা-কালো বর্ণিল স্বপ্নের এলোমেলো বিন্যাস। আমার মালিকানায় কোনোদিন কিছু ছিলোনা, থাকতেও নেই আমিতো ভোগবাদী স্বার্থপর স্বার্থপর নতমুখী দন্ডিত অপুরুষ নই আমার আছে তোমাকে পাওয়ার মতো একবুক আগুণ ধরানো ভাললাগা আর কি বা চাও তুমি যা আছে তোমাকে দেয়ার। নি:স্ব যাযাবর বারবার বিদ্রোহী হয়না, একবার হয় যখন সব সব ফুল মুখ ফিরিয়ে নেয় না বলা যতো সব খোলা আকাশ কাউকে সাক্ষী রেখে মুখোমুখি নয়, বিবেকের তীব্র দহনে পৃুড়বে তুমি সন্ধ্যা কবি হওয়ার মাঝে অর্জনের কিছু নেই ব্যর্থতা ছাড়া। একক রাজ্য বা চোখ ধাঁধাঁনো সমৃদ্ধির পাহাড় চাইনা হারানো অতীতের মতো চাই আমার প্রথম প্রহরের অতি সাধারণ সেই মেঘবালিকাকে বিনষ্ট হতে হতে সত্যি আমি কান্ত ভোরের নদীর মতো এবার দাও মুক্তি পথের দাবিতে চেনা জগৎ। তোমার দেখানো ভুলে ভুলে ক্ষয়ে ক্ষয়ে ক্ষয়িষ্ণু আমার দিনমান অতপর ধুলোবালি মাথা চোরাবালি থেকে পুর্ণজাগরণের অপেক্ষায় মলিন শহরে ভালবাসায় পাঠশালায় একাই শিখব পুরোনো নামতা নির্ঘুম রাত নিশিদিন ভাবে তোমায় একলা নির্জনের গান পায় পূর্ণতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।