আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গীত বিষয়ক একটি সমস্যা শেয়ার করলাম

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে নতুন একখানি গানের নির্মাণকাজে হাত দিয়েছি। কথা শেষের দিকে। স্থায়ী এবং একখানা অন্তরার খসড়া সুর করেছি। এই গানখানির সুর বাগেশ্রী রাগাশ্রিত। গানখানির সঙ্গীতায়োজনে তানপুরা সঙ্গতের বাইরেও আমি ট্রায়াড অ্যাকোম্পেনিমেন্ট ব্যবহার করতে চাই।

সমস্যার জায়গাটি এখানে। বাগেশ্রী রাগে আরোহীতে পঞ্চম এড়িয়ে যাওয়া হয়, অবরোহীতেও পঞ্চম হয় বক্র না হয় অপ্রধানরূপে ব্যবহৃত হয়। হোম নোটের মাইনর ট্রায়াডকে হোম কর্ড ধরলে ট্রায়াডটির তৃতীয় নোট অর্থাৎ রাগের অপ্রধান পঞ্চম স্বরটি গানখানির রাগরূপকে ব্যাহত করে। একটি বিকল্প বের করার চেষ্টা করতে গিয়ে দেখলাম মধ্যম এর মেজর ট্রায়াডকে হোম ধরলে ট্রায়াডের দ্বিতীয় এবং তৃতীয় নোট যথাক্রমে ধৈবত এবং ষড়জ হয়। উল্লেখ্য যে বাগেশ্রী রাগে মধ্যম হল বাদী এবং ধৈবত বেশ জোরালোভাবেই ব্যবহৃত হয়।

এ হিসেবে এটি একটি আপাত বিকল্প হতে পারে বটে। কিন্তু বাগেশ্রীতে কোমল গান্ধার অপরিহার্য হওয়ায় (যেহেতু এই রাগ কাফি ঠাটের অন্তর্গত) হোম ট্রায়াড মাইনর হওয়া বাঞ্ছনীয়। শুধ তাই নয়। আরো একটি প্রকট সমস্যা হল এই যে, এক্ষেত্রে মধ্যমকেই ষড়জ বলে ভ্রম হয়, ফলে ষড়জকে পঞ্চম মনে হয়। তাই ষড়জ গ্রহ হওয়ার পরও মনে হয় যেন পঞ্চমই গ্রহ।

(বাগেশ্রীতে বেশিরভাগ ক্ষেত্রে ষড়জকেই গ্রহ করা হয়। কিছু ক্ষেত্রে কোমল গান্ধারকেও করা হয়। এই গানের ক্ষেত্রে গ্রহ ষড়জ। ) এই ভ্রমের ফলে হোম যহেতু কল্পনায় ৫ সেমিটোন + অথবা ৭ সেমিটোন - দূরত্বে শিফট হয়ে যায়, পুরো সুরের কোথাও কাফি, বাগেশ্রী বা মাইনর এর লেশমাত্র আভাষ মেলে না। সুর এবং অসুর অ্যাবজেকশন প্রক্রিয়ায় একটি সাঙ্গীতিক সমস্যা তৈরি করে।

কী করা যায় কেউ যদি ভাবতেন এবং আওয়াজ দিতেন তাহলে বাঁধ ভেঙে যেত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.