আমাদের কথা খুঁজে নিন

   

স্টিভ জবস আর নেই।

Service for People বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস আর নেই। ৫৬ বছর বয়সে বুধবার ক্যালিফোর্নিয়ার পালো আলতোয় তিনি মারা যান। অ্যাপলের ওয়েবসাইটে গতকাল তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। খবর বাংলানিউজ ও বিডিনিউজের। দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছিলেন এই কম্পিউটার প্রকৌশলী ও উদ্যোক্তা।

ম্যাক, আইফোন ও আইপডের মতো বিভিন্ন প্রযুক্তিগত বিস্ময়ের রূপকার স্টিভ জবস। তিনি বিশ্বব্যাপী প্রযুক্তিভক্তদের কাছে 'মহাউদ্ভাবক' হিসেবে পরিচিত। তার এসব পণ্য গত কয়েক বছরে পুরো বিশ্বের প্রযুক্তিগত ও সামাজিক পরিবেশ বদলে দিয়েছে। অ্যাপল নতুন আইফোন বাজারজাতের ঘোষণা দেওয়ার এক দিন পরই স্টিভ মারা গেলেন। অ্যাপলের ওয়েবসাইটে স্টিভের মৃত্যুসংবাদ জানানোর পর বিভিন্ন দেশের নেতারা গভীর শোকপ্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, অ্যাপলের প্রতিদ্বন্দ্ব্বী মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস এবং ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গও শোক প্রকাশ করেছেন। আগস্টে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান স্টিভ জবস। তার স্থলাভিষিক্ত হন দীর্ঘদিনের সহকর্মী টিম কুক। শারীরিক অসুস্থতার কারণেই অ্যাপলের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত জবস পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'স্টিভের মেধা, ভালোবাসা এবং উদ্যমই ছিল অসংখ্য উদ্ভাবনের নেপথ্যে, যা আমাদের সবার জীবনযাত্রার মানোন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে।

স্টিভের জন্যই বিশ্ব আজ অনেক উন্নত। ' অ্যাপল এই স্বপ্নদ্রষ্টার সম্মানে তাদের ওয়েবসাইটে সাদাকালো একটি বড় ছবি জুড়ে দিয়েছে। সেখানে লেখা_ 'স্টিভ জবস : ১৯৫৫-২০১১'। সদর দফতরের বাইরে প্রতিষ্ঠানটির পতাকা অর্ধনমিত। ২০০৪ সালে স্টিভ জবসের শরীরে বিরল ওই ক্যান্সার ধরা পড়ে।

তখন অস্ত্রোপচারও করা হয়। ২০০৯ সালে তার যকৃত প্রতিস্থাপন করতে হয়। স্টিভের মৃত্যুর খবর শোনার পর বিল গেটস তার প্রতিক্রিয়ায় বলেন, 'পৃথিবী গৌরবজনক প্রভাববিস্তারী এক বিরল ব্যক্তিত্বকে প্রত্যক্ষ করেছে। আগামী প্রজন্ম তাকে স্মরণ করবে। আমরা যারা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, তারা সত্যিই ভাগ্যবান।

নিশ্চিতভাবেই এ এক বিশাল সম্মানের বিষয়। ' নিউইয়র্কে অ্যাপলের বিক্রয়কেন্দ্রের সামনে শোকার্তরা মোমবাতি জ্বালিয়ে এবং ফুল দিয়ে স্টিভের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭৬ সালে বন্ধু স্টিভ ওজনিয়াককে সঙ্গে নিয়ে তিনি 'অ্যাপল' প্রতিষ্ঠা করেন। সৃজনশীলতা ও দূরদৃষ্টিসম্পন্ন জবসের অসামান্য দক্ষতার কারণে অ্যাপল দ্রুতই বিশ্বের অন্যতম প্রধান কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পরিণত হয়। স্টিভ মাইক্রোসফট প্রতিষ্ঠায় বিল গেটসের অন্যতম কাছের বন্ধু এবং সহযোগী ছিলেন।

মতবিরোধের মধ্য দিয়ে তিনি মাইক্রোসফট ছেড়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন। নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপের ভাষ্যমতে, 'কম্পিউটার শিল্প অঙ্গনে স্টিভের তুলনা তিনি নিজেই। সময়ের অনেক আগেই কল্পনা করতে পারদর্শী ছিলেন স্টিভ। আর নিরলস পরিশ্রম ও কর্মদক্ষতার শক্তি দিয়ে তিনি তা বাস্তবায়নও করতে পারতেন। ' বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের হিসাব অনুযায়ী ২০১০ সালে জবসের সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬.১ বিলিয়ন মার্কিন ডলারে।

এ হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ধনীদের তালিকায় জবস ৪২ নম্বরে। তবে তার এই বিশাল সম্পদের উত্তরাধিকারী কে বা কারা হবেন_ সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।