আমাদের কথা খুঁজে নিন

   

স্টিভ জবস : টাইমলাইন.....

... স্টিভ পল জবস ১৯৫৫-২০১১ ১৯৫৫ : জন্ম ২৪ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে। জন্মের পরই ক্যালিফোর্নিয়ার মাউনটেন ভিউ অঞ্চলের পল ও ক্লারা জবস শিশু স্টিভকে দত্তক নেন। স্টিভ জবসের নামটিও তাঁদেরই দেওয়া। ১৯৭৪ : ভিডিও গেইম কম্পানি অ্যাটারি ইনকরপোরেশনে চাকরি নেন। তবে কয়েক মাস পর ইস্তফা দিয়ে ভারতে বেড়াতে যান।

বলা হয়, ভারত ভ্রমণই তাঁকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ১৯৭৫ : বন্ধু স্টিভ ওজনেকের সঙ্গে স্টিভ জবস নিজেদের পারিবারিক গ্যারেজে প্রথম কম্পিউটারটি তৈরি করেন। ১৯৭৬ : নিজেদের মেশিনপত্র বিক্রির জন্য জবস ও ওজনেক অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। এবারই প্রথম অ্যাপল-১ কম্পিউটারটি পরিচিতি পায়। ১৯৮৪ : ম্যাকিনটোশ কম্পিউটার বাজারে ছাড়ে অ্যাপল।

এটি ব্যাপক মনোযোগ কাড়ে। তবে ব্যবসায়িকভাবে সফল হয়নি। ১৯৮৫ : অ্যাপল ছয়টি কারখানার তিনটিই বন্ধ করে এবং এক হাজার ২০০ কর্মীকে চাকরিচ্যুত করে। বোর্ডরুম বৈঠকে জন স্কালির কাছে হেরে কম্পানি ছেড়ে দিতে বাধ্য হন স্টিভ জবস। ১৯৮৬ : লুকাস ফিল্ম লিমিটেডের গ্রাফিকস বিভাগ কিনে নেন জবস।

প্রতিষ্ঠানটির মালিক ‘স্টার ওয়ারস’ চলচ্চিত্রের পরিচালক জর্জ লুকাস। এখানে পিকজার অ্যানিমেশন স্টুডিওস নামের একটি কম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ : নেঙ্ট কম্পিউটার প্রতিষ্ঠা করেন জবস। আর্থিকভাবে লাভবান হতে পারেননি। মাত্র ৫০ হাজার কম্পিউটার বিক্রি হয়।

১৯৯৫ : পিকজার অ্যানিমেশন স্টুডিওসের প্রধান নির্বাহী থাকাকালে টয় স্টোরি বের হয়। কম্পিউটারে অ্যানিমেশন করা পূর্ণদৈর্ঘ্য ছবি। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া পায়। ১৯৯৭ : অ্যাপলের কাছে জবসের নেঙ্ট বিক্রি হয়ে যাওয়ার পর জবস অ্যাপলের অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব পান। ২০০১ : অক্টোবরে প্রথমবারের মতো আইপড বাজারে ছাড়া হয়।

এতে সাফল্য আসে। ২০০৩ : এপ্রিলে আইটিউনস গানের ডিভাইস বাজারে ছাড়া হয়। ২০০৭ : প্রথমবারের মতো আইফোন বাজারে ছাড়া হয়। অ্যাপলের নামে কম্পিউটার যন্ত্রাংশ উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেন স্টিভ জবস। ২০১০ : এপ্রিল আইপ্যাড বাজারে ছাড়া হয় এবং ৮০ দিনের মধ্যে এটি ৩০ লাখ কপি বিক্রি হয়।

অ্যাপলের বার্ষিক আয় ছয় হাজার ৫০০ কোটি ডলারে পেঁৗছায়। ২০১১ : বাজারে ব্যাপক চাহিদা থাকায় অ্যাপল নতুন পণ্য ছাড়ে। এর মধ্যে আছে আইপ্যাড২, আইফোন৪ এবং সর্বশেষ আইফোন৪এস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।