আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়- মিথোলজীর ১০ জন বিখ্যাত ডাইনি (কত অজানা রে পার্ট-৪১)

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। ডাইনি !!! আদর করে আমার এক্স প্রেমিকা কে কতবার যে ডেকেছি যাই হোক, সে তার ডাকিনিবিদ্যা দিয়ে আমাকে বশ করেছিলো।

এখন অবশ্য "এক থা ডাইন" আওরাই বাস্তবের ডাইনির কথা বাদ দিয়ে আজ বলবো বিশ্ব মিথোলজির ১০ জন ডাইনির কথা। ডাইনির সাথে প্রতিশোধের একটি যোগসুত্র আছে। আসেন কথা না বারিয়ে তাদের জানি। ১০) Kikimora ইনি হলেন পারিবারিক সম্মানিত আত্মা। মানে মহিলা আত্মা যে কি না পিচাশ domovoi এর স্ত্রী।

এমনিতে তিনি খুবই শান্তশিষ্ট ডাইনি কিন্তু যদি তাকে অসম্মান করা হয় তখন তিনি খুব রেগে যান এবং যখন তিনি রেগে যান তখন ঘরের জিনিসপত্র ছুড়ে মারেন, কাচের জিনিসপত্র ভেঙ্গে ফেলেন। পরিচিত মনে হচ্ছে? বৌ রে আর রাগানো যাবে না গো ভাহে, বৌ রাগলে কিকিমোরা বৌ এর উপর ভর করে। কখন বুঝবেন কিকিমোরা আপনের আসে পাশে আছে?? ভিজা ফুটপ্রিন্ট মানে যদি ঘরের মেঝেতে ভিজা পায়ের ছাপ দেখেন তাহলে বুঝবেন সে আসেপাশেই আছে। অতএব সাধু সাবধান ... ৯) Circe Homer এর লেখা Odyssey এর একটি বিখ্যাত চরিত্র। Aeaea নামক একটা দ্বীপে সে বাস করতো।

তার একটা পিকুইলিয়ার হবি ছিলো। সে তার দ্বীপের পাশ দিয়ে যাওয়া জাহাজ বা নৌকার নাবিকদের সিংহ, নেকরে ও শিয়ালে পরিনত করে রাখতো। যখন Odyssey বেড়াতে Aeaea-তে আসে তখন Circe যাদুমন্ত্রের সাহায্যে Odyssey এর সাথীদের নেকরে বানিয়ে ফেলে। কিন্তু Odyssey এর উপর সেই যাদু কাজ করে না কারন গড তাকে একটা গিফট দিয়েছিলো। যা হোক, কারও হবি ডাকটিকেট কালেকশন কার আর কারো হবি মানুষকে নেকরে/সিংহে পরিনত করা।

৮) Morgan Le Fay সবাই জুলিয়াস সিজারের কথা শুনেছেন কিন্তু তার খুব কাছের একজন ডাইনিচর্চা করতো তা কি জানেন? বলা হয়ে থাকে যে সিজারের যুদ্ধে জয় লাভের পিছনে Morgan-এর যাদুর কারসাজি আছে। কিন্তু কাহিনীতে টুইষ্ট আছে। Morgan-কে Queen Guinevere একবার সভা থেকে বের করে দেয়, রানীর ব্যবহারে Morgan খুব খিপ্ত হয়ে যায়। প্রতিশোধ নিতে Morgan তার যাদু শক্তি ব্যবহার করে Queen Guinevere এর প্রেমিক Sir Lancelot কে বশ করতে। Sir Lancelot ছিলেন সিজারের নাইট।

এর পরের ইতিহাস সম্পর্কে কোন কিছু নাই। ৭) The Witch of Endor ইতিহাসে এর প্রভাবটা কঠিন। বলা হয়ে থাকে সে খুব ভালো ভবিষৎবানী করতে পারতো। তার এই সুনাম দেখে King Saul তার কাছে আসে কিভাবে Philistines-দের হারানো যায় তা জানতে। The Witch of Endor তখন prophet Samuel এর আত্মা ডেকে আনেন কিন্তু prophet Samuel এর আত্মা তাদের কোন রকম সাহায্য করতে অশ্বীকার করে।

তবে prophet Samuel এর আত্মা বলে যে King Saul পরবর্তী যুদ্ধে পরাজিত হবে এবং সেখানেই তার মৃত্যু হবে এবং মরার পর তার মৃত অন্য তিন ছেলের সাথে দেখা হবে। পরবর্তী যুদ্ধে King Saul এতো ভীত হয়ে পরেন যে তিনি আত্মহত্যা করেন। আপাত দৃষ্টিতে King Saul এর আত্মহত্যার পিছনে The Witch of Endor এর হাত না থাকলেও, পিছনে পিছনে মেলা কিছু ছিলো। ৬) Jenny Greenteeth Ginny, Jinny, Jeannie, or Wicked Jenny বিভিন্ন নামেই তাকে ডাকা হয়ে থাকে। তীক্ষ দাঁতের সবুজাভ এই ডাইনির আবাস ইংল্যান্ডে।

বলা হয়ে থাকে যারা সন্ধ্যার পর green river hags-এ গোছল করতে নামে তাদের ভিতর থেকে বাচ্চা ও বয়স্কের সে অপহরন করতো, এবং পানিতে চুবিয়ে মেরে ফেলতো। ধারনা করা হয়, সে তার ভিক্টিমদের ব্যথা উপভোগ করতো। ইংল্যান্ডের দুষ্ট ছেলেমেয়েদের ভয় দেখানোর জন্য তাকে আজও ব্যবহার করা হয়। নদীর তীরে বসবাসকারী বাচ্চাদের ভয় দেখানোর জন্য তার বদনাম করা হয় পৃথিবীর প্রায় সব দেশেই, ভিন্ন ভিন্ন নামে ... ৫) Chedipe ইনি চাদনীরাতে শিকার করতে বের হয়। সে কি ডাইনি নাকি ভ্যাম্পিয়ার তা ক্লিয়ার না।

চাদনীরাতে বাঘের পিঠে সওয়ার হয়ে সে ঘরে প্রবেশ করে। এবং ঘরের সব পুরুষদের আত্মা চুরি করে ও তাদের রক্ত পান করে। বলা হয়ে থাকে সে সন্তান জন্ম দিতে যেয়ে মারা যায়, অন্যপক্ষ বলে যে সে আত্মহত্যা করেছিলো। ৪) The Weird Sisters Shakespeare এর Macbeth-এ তারা সবচেয়ে ব্রিলিয়ান্ট ক্যারেক্টার। তারা নিষ্ঠুরতা, নির্মমতা ও ধ্বংষের প্রতিনিধিত্ব করে।

Macbeth তাদের ব্যবহার করতো কাওকে দুর্নীতিগ্রস্থ করতে। (আমার Macbeth টা পড়া হয়নি, তাই আমি ক্লিয়ারলি বলতে পারছি না। সরি) ৩) The Bell Witch ডাইনি বেল আমেরিকান লোকগাথার একজন বিখ্যাত ডাইনি। ক্যাম্পফায়ারের চারপাশে বসে যখন আড্ডার হয় তখন তার কথা উঠবেই। ১৮১৭ সালে John Bell Sr এর ঘরে আসে এবং তার পরিবারের সবাইকে বিষপ্রয়োগে হত্যা করে।

সে ওষুধের বোতলে বিষ ঢেলে মানুষ মেরে ফেলে। ২) Hecate Hecate হলো গ্রীক মিথোলজীর কালোযাদুর দেবী। সে বিষবৃক্ষ,যাদু ও প্রেতাত্মাদের দেবীও। সে titan Perses এর মেয়ে এবং এখনো গ্রীকে অনেকেই তার পুজা করে। তাকে Chthonia নামেও ডাকা হয় যার অর্থ “of the underworld.” সে অবস্থান বুঝে তার রুপ চেন্জ করে।

এক সময় সে ব্যথার দেবী আবার সে নিরাময়ের দেবীও। গ্রীকের মেয়েরা পরীক্ষায় চিট করার আগে/পাশ করার জন্য তার কথা মনে করে। হা হা হা ... ১) The Graeae/Morai যারা "Wrath of the Titans" মুভিটা দেখেছেন তারা এই তিন বোনের সাথে পরিচিত। তারা গ্রীক দেবী মেডুসার বোন। তাদের সবার ''একটা'' মাএ চোখ।

মানে চোখ মাএ একটা, সেই চোখ দিয়ে এই তিন বোন শেয়ার করে দেখে। বুঝাতে পারলাম ব্যপারটা ??? তারাও আত্মা চুরি করে মানে তারা ''সোলইটার'' বা "আত্মাখোর"। তাদের চোখ একটা হতে পারে কিন্তু তারা অমর ও মরনশীল সবার ভাগ্য নির্ধারন করে। (এর জন্যই তো মানুষের ভাগ্য এতো উল্টাপাল্টা হয়) ধন্যবাদ সবাইকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.