আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ায় হ্যাকিং ঠেকাতে টাইপরাইটার!

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি এড়াতে এনালগ পদ্ধতিতে এগুচ্ছে রাশিয়ান গোয়েন্দা সংস্থা। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এসব গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে এবার রাশিয়ান সরকার নতুন টাইপরাইটার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
রাশিয়ার ফেডারেল গার্ড এজেন্সি সম্প্রতি চার লাখ ৮৬ হাজার রুবল মূল্যের ইলেকট্রিক টাইপরাইটার কেনার একটি অর্ডার দিয়েছে।
অ্যাডওয়ার্ড স্নোডেন এবং উইকিলিকসের হাতে গোপন ডকুমেন্ট প্রকাশ হওয়ার আতঙ্কেই ‘পেপার ডকুমেন্ট তৈরির অভ্যাস’ গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে ইলেকট্রিক টাইপরাইটার বেছে নেওয়াই উত্তম বলে মনে করছে রাশিয়ান সরকার।
কয়েক বছর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বের সর্বশেষ টাইপরাইটার ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাচ্ছে। সেই শঙ্কা এখন মিথ্যে হওয়ার উপক্রম।
‘তাহলে কি টাইপরাইটার মৃত্যুর দুয়ার থেকে দীর্ঘজীবী হওয়ার পথে?’- প্রশ্ন তুলেছে ম্যাশএবল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.