আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ায় আগুনে ৩৮ জনের মৃত্যুর আশঙ্কা

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে রামেনস্কি গ্রামের একটি মনোরোগ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে ৩৮ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, হাসপাতালটির আগুন নেভানো হয়েছে। সেখানে মোট ৪১ জন রোগী ছিলেন।

এ পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির খবরে জানানো হয়, স্থানীয় সময় গতকাল দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগে। নিহত ব্যক্তিদের অধিকাংশ ওই গ্রামের বাসিন্দা।
আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.