আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ায় ইইউ নিষেধাজ্ঞা বাড়ল

ইউক্রেইনকে অস্থিতিশীল করার বাড়তি কোনো পদক্ষেপ নিলে রাশিয়ার ওপর আরো বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তুতি নিয়ে রাখছেন ইইউ নেতারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর কয়েকঘণ্টা পর ইইউ’ও নিষেধাজ্ঞা বাড়াল। বৃহস্পতিবার ব্রাসেলস বৈঠকে ইইউ নেতারা ছয় ঘণ্টার আলোচনা শেষে এ পদক্ষেপ নেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ নিষেধাজ্ঞার তালিকায় থাকা কর্মকর্তাদের নামের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় আছেন রাশিয়া এবং ক্রিমিয়ার কর্মকর্তারা।



ইইউ’র এ পদক্ষেপে নিষেধাজ্ঞার কবলে পড়ল মোট ৩৩ জন কর্মকর্তা।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, রাশিয়া ক্রিমিয়া থেকে দক্ষিণ এবং পূর্ব ইউক্রেইনের দিকে হাত বাড়ালে তাদের ওপর বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতিও নিয়ে রাখা হচ্ছে।

তিনি বলেন, “ইউক্রেইন পরিস্থিতি অবনতির দিকে গেলে আমরা তৃতীয় ধাপ যেতে প্রস্তুত। আর তা হল অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ। আমরা আজই ইউরোপীয় কমিশনকে এর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছি”।



তাছাড়া, রাশিয়ার সঙ্গে রাজনৈতিক সম্পর্কচ্ছেদ করতে জুনের নির্ধারিত ইইউ-রাশিয়া সম্মেলনটিও বাতিল করা হচ্ছে বলে নিশ্চিত করে জানিয়েছেন মের্কেল।

ইউক্রেইনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের পর রাশিয়া একে নিজ ভূখণ্ডের অন্তর্ভূক্ত করে নিচ্ছে। ইউক্রেইনের পশ্চিমাপন্থি অন্তর্বর্তী সরকারসহ পশ্চিমা বিশ্ব ক্রিমিয়ার গণভোট ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ গত বছর ইইউ’র সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি সই করতে অস্বীকৃতি জানালে নভেম্বরে তার সরকারের বিরুদ্ধে পশ্চিমাপন্থি আন্দোলন শুরু হয়। সে আন্দোলনের জেরে গতমাসে ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন।



এর পরপরই ইউক্রেইনের ক্রিমিয়ায় সেনা পাঠায় রাশিয়া। আর এখন ইউক্রেইন থেকে বেরিয়ে রাশিয়ায় যোগদানের প্রক্রিয়া শুরুর পর থেকে ক্রিমিয়া পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। রাশিয়ার সেনারা বুধবার ক্রিমিয়ায় অন্তত দুটি ইউক্রেইন নৌ ঘাঁটি দখল করেছে।

এর জেরেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াচ্ছে ইইউ এবং যুক্তরাষ্ট্র। নতুন করে ১২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে রাশিয়া ও ইউক্রেনের ২১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।

একই সময়ে যুক্তরাষ্ট্রও ১১ জন শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তার ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রসহ বিশিষ্ট রুশ কর্মকর্তাদের পাশাপাশি একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এতে করে মোট ২০ রুশ কর্মকর্তা এবং ব্যাংক রোসিয়া নিষেধাজ্ঞার কবলে পড়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.