আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত শতাধিক

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

রাশিয়ার উরাল অঞ্চলে একটি নাইটক্লাবে শুক্রবার আতশবাজি থেকে আগুন লেগে শতাধিক নিহত হয়েছে। উরাল পর্বতমালার পাদদেশে অবস্থিত পার্ম শহরের লেম হাউস ক্লাবটিতে স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে আতশবাজি থেকে আগুন লাগে বলে কর্তৃপক্ষ জানায়। ওই সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদদলিত হয়ে মারা যান অনেকে। স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, নিহতের সংখ্যা ১০১।

আহত হয়েছেন ১৪০ জন, যার মধ্যে ৮৫ জনের অবস্থা গুরুতর। রয়টার্সের এক সাংবাদিক ঘটনাস্থল থেকে বলেন, ক্লাবটির বাইরের রাস্তায় অনেকগুলো লাশ জড়ো করে রাখা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এর আগে গত শুক্রবার চেচেন ইসলামি জঙ্গিরা একটি ট্রেনে বোমা হামলা চালালে ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়। ওই বোমা হামলার পর রাশিয়ায় এ ধরনের আরো হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে রুশ কর্মকর্তারা রলছেন, নৈশক্লাবের এ হামলার সঙ্গে ট্রেন হামলার কোনো যোগসূত্র নেই।

এটি নিছক একটি দুর্ঘটনা। পার্মের গভর্নর ওলেগ চিরকুনোভ বলেন, "এটি সন্ত্রাসী হামলা বলে আমাদের মনে হচ্ছে না। " গোয়েন্দারাও বলছেন, এটা বোমা হামলা নয় বলেই তাদের ধারণা। বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে জরুরি সেবাদান মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "আতশবাজি থেকে ওই অগ্নিকাণ্ড হয়েছে। " এ বিষয়ে তদন্ত করতে সরকারি একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্টে দিমিত্রি মেদভেদেভ।

এছাড়া উদ্ধারকাজ তদারকি করতে জরুরি সেবাদানমন্ত্রী সের্গেই শোইজু, স্বাস্থ্যমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাশিদ নুরজারিয়েভকে ঘটনাস্থলে পাঠিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ�াদিমির পুতিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.