আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ায় ফের আত্মঘাতী হামলা, নিহত ১৪

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ শহরের একটি ট্রলিবাসে (বৈদ্যুতিক বাস) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। এর আগে একই শহরের একটি ট্রেন স্টেশনে রবিবার আত্দঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হয়। আর সেই ঘটনার ঠিক পরদিন নতুন করে এ হামলা চালানো হলো। রাশিয়ায় শীতকালীন সোচি অলিম্পিকের প্রস্তুতির চার দিনের মধ্যে এটি তৃতীয় বোমা হামলার ঘটনা।

১০ লাখ মানুষ অধুষ্যিত ভলগোগ্রাদের দূরত্ব সোচি থেকে প্রায় ৪৩০ মাইল উত্তরপূর্বে। সোচিতে ৭ ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় জরুরি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে এ বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, গতকালের বোমা বিস্ফোরণের ধ্বংস ক্ষমতা এত বেশি ছিল যে, ট্রলিবাসটি ছিন্নভিন্ন হয়ে যায়। রাশিয়ার বিভিন্ন শহরে অভ্যন্তরীণ চলাচলের জন্য ট্রলিবাস বহুল প্রচলিত একটি সাধারণ গণপরিবহন।

সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে, এই বিস্ফোরণটি সম্ভবত হামলা ছিল। তিনি আরও বলেন, এটি অপর একটি সন্ত্রাসী হামলা। আর এবার সেটি চালানো হলো ট্রলিবাসে। আরেকটি সূত্র জানিয়েছে, এটিও সম্ভবত একটি আত্দঘাতী হামলা। এর আগে ২১ অক্টোবরে ভলগোগ্রাদে আরেকটি নারী আত্দঘাতী বোমা হামলায় সাতজন নিহত হয়।

এরপর গত শুক্রবার সোচি থেকে ২৭০ কিলোমিটার পূর্বে পায়াতিগ্রস্ক শহরে গাড়িবোমা হামলায় নিহত হয় তিনজন। এরও আগে ২০১১ সালে ইসলামপন্থি বিদ্রোহীরা মস্কো বিমানবন্দরে হামলা চালিয়ে ৩৭ জনকে হত্যা করে। আল-জাজিরা, এএফপি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.