আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে শাহবাগ

শাহবাগের একটা ঘটনা বলি .............. শাহবাগ আন্দোলন তখন তুঙ্গে । ফেব্রুয়ারীর ১৫ কি ১৬ তারিখ হবে । সময় দুপুর আড়াইটা । ছোট ভাইকে সাথে নিয়ে গিয়ে বসলাম শাহবাগের রাজপথে । শরীরের সবটুকু শক্তি আর কন্ঠের সবটুকু জোর দিয়ে স্লোগান দিচ্ছি ।

সেই প্রিয় স্লোগান 'জয় বাংলা' এমন সময় আমার পাশে বসা এক মা আমার পিঠে আচমকা তাঁর মমতা মাখা হাতটি রেখে বললেন , 'তোমরা তো মুক্তিযুদ্ধ দেখো নি , এইবার দেখে নাও । তোমরা আজ যেভাবে স্লোগান দিচ্ছো , মুক্তিযুদ্ধের সময় ঠিক স্লোগান দেওয়া হতো' কৌতুহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম , 'আন্টি আপনি দেখেছেন মুক্তিযুদ্ধ ?' 'হ্যাঁ , মা মুক্তিযুদ্ধ দেখেছি । আমি তখন ফাইভে পড়তাম । আমি সাঈদীর এলাকার মানুষ পিরোজপুরে বাড়ি । মুক্তিযুদ্ধের সময় সাঈদী আমাদের এলাকায় নির্মম অত্যাচার করতো ।

ওর ভয়ে আমরা পালিয়ে বেড়াতাম । এই কারণেই আমি সব রাজাকারের বিচার চাইতে এসেছি । আগে ভাবতাম এদেশে রাজাকারের বিচার হবে না কিন্তু তোমরা যখন রাস্তায় নেমেছো তখন ভরসা পাচ্ছি । রাজাকারের বিচার একদিন হবেই '............................. 'মাগো, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না । হয়তো এই ইট কাঠের নগরীতে আপনার সাথে আমার আর কোনদিন দেখা হবে না ।

কিংবা দেখা হলেও কেউ কাউকে চিনবো না । তাতে কী ? মাগো , আমি চোখ বন্ধ করলে আমার পিঠের ওপর একটা মমতা মাখা হাতের স্পর্শ পাই । যে হাত আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে । যে হাত আমার কাছে মুক্তিযোদ্ধাদের অসমাপ্ত যুদ্ধটুকু সমাপ্ত করার দাবী জানায় । যে হাত আমাকে অভয় দেয় , ভেঙ্গে পড়তে মানা করে , যে হাত আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উর্দ্ধগগণে প্রসারিত হয়ে বলে জয় আমাদের হবেই ।

জয় বাংলা ' কীভাবে রাজাকারের বিচার হবে , কে কখন করবে আমি এসবের কিছুই জানি না । জানতেও চাই না । শুধু জানি এদেশে রাজাকারের বিচার হবে , হতেই হবে । আমার মাটি আমার মা , রাজাকারের হবে না । জয় বাংলা ।

* কাল সবচেয়ে বড় কুলাঙ্গার গু আজমের রায় । আশা করি আদালত কুলাঙ্গারটাকে ফাঁসিতে ঝোলানোর রায় দিবেন । ফাঁসি ছাড়া অন্য কোন রায় মানবো না আগেই বলে দিলাম ................... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।