আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে সিরাজগঞ্জ (ছবি ব্লগ )

পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয় যমুনার তীরে হৃদয়ে সিরাজগন্জ। ঘুরে বেড়ানো যেন আমার কাছে এক নেশা, জানিনা এ নেশা ভালো কি না মন্দ! তারপর ও পায়ের নীচের সর্ষেদানা আমায় স্থির থাকতে দেয়না এক মুহুর্ত। কই যাই ! কই যাই ! তারই ফলশ্রুতিতে আবার দেখে আসলাম সেই সিরাজগঞ্জ যার অবস্থান ঢাকা থেকে ১১০ কিমি উত্তর পশ্চিমে।প্রমত্তা যমুনা নদীর তীরের এই শহরটি বৃটিশ আমল থেকেই স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সুদীর্ঘ বর্নময় ইতিহাস আর মাটির অত্যন্ত গভীরে প্রথিত এর সাংস্কৃতিক ঐতিহ্যর শিকড়। আমার চোখে আপনারাও না হয় আবার নতুন করে দেখে নিন সিরাজগন্জ জেলাকে । ওই শেফালীর শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায় আজি মধুর বাতাসে হৃদয় উদাসে সুনীল আকাশে মন ধায়। সুদুর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার, ওরে মাঝীীীী কলসী কাখে লয়ে জলকে চল কোন অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া কে নিবি গো আমায় তোরা যমুনার ধুধু বালু চরে বসে আছে কিসের আশায় যমুনার তীর থেকে ফিরে আসার পথে চমকে গেলাম অপুর্ব কারুকাজ করা বাড়িটি দেখে আমি যদি গাথি মালা, লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার ধানসিড়ি দোকানের মাঝে দৈ আর মিষ্টির স্বাদ লেগে আছে সকল সিরাজগঞ্জবাসী ব্লগারদের ঊদ্দেশ্যে মোবাইলে তোলা আমার কিছু ছবি। মাছ আর তরকারী বিক্রেতার ছাড়া সবগুলো ছবিই এই গাড়ীর বন্ধ কাচের জানালার ভেতর থেকে তোলা, তাই এ্যলাইনমেন্ট ঠিক রাখা যায়নি @ পাংখা বাবা ও অপুর্নর জন্য সংযোজিত। মোজাম ভাই এর জন্য যমুনা ব্রীজের একটি ছবি । তবে এটা নদীর এপার অর্থাৎ যমুনা রিসোর্ট থেকে তোলা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।