আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে

i want transparent bangladesh n good politics. শাহবাগ প্রজন্ম চত্বরে'র সকল সেনা/সেনানী'কে লাল সালাম । স্বাধীনতা'র ৪২ বছরে মুক্তিযোদ্বারা যা পারেনি,তাদের সন্তান হয়ে এই প্রজন্ম যা করে দেখালো তা সত্যিই বাংলার ইতিহাস হয়ে থাকবে ।আমিও এই প্রজন্মের একজন হওয়ায় নিজেকে নিয়ে গর্ব বোধ করি । তবে কিছু ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই । plz কেউ একে রাজনৈতিক ভাবে বিশ্লেষন করবেন না । এখন প্রতিদিনকার টিভি নিউজ হেডলাইন : শাহবাগে'র প্রজন্ম চত্বরে প্রতিবাদের ঝড় পত্রিকার পাতায় শোভা পায় : উত্তাল শাহবাগ এগুলো দেখে আমাদের ঘুনেধরা রাজনীতি বিদদের কি মনে হয় জানিনা, তবে আমরা সাধারন মানুষের মনের ভেতরকার নিভু নিভু প্রদীপ শিখা আবার প্রজ্জলিত হয় । এ যেন সোনার বাংলার অসম্পুর্ন পেইন্টিং এর পুর্ন রুপদানের প্রক্রিয়া.. এটা আরও প্রাণবন্ত হয় যদি আমরা আমাদের প্রতিটা গন সমস্যা এখানে তুলে ধরি, সুধী সমাজ তা একটু ভেবে দেখবেন কি ?? # এই যে গতকাল বরিশালের ব্রজমোহন কলেজের নতুন অধ্যক্ষকে পেটাল ছাত্রলীগ তার প্রতিবাদ করুন । # তেল/গ্যাস/বিদ্যুতের মুল্য বৃদ্বির সাথে সাথে দ্রব্যমুল্যের উর্ধগতি যার প্রভাব জীবন জাপন এর প্রতিটা ক্ষেত্রে তা তুলে ধরতে পারি । # কেন সাগর/রুনি'র জন্য আলাদা সমাবেশ,সাংবদীক সম্মেলন করতে হয় ? তা কী এই প্রজন্ম চত্বরেই উত্থাপিত হতে পারে না ? # তাজরীন গার্মেন্টস এর আগুন ও তার প্রেক্ষীতে পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার রক্ষাকল্পে করনীয় মতমত এখানে কি উঠতে পারেনা ?? # আর কেনইবা বিশ্বজিত হত্যার প্রতিবাদ এই মন্ঞ্চে হবে না..? তাই- শাহবাগে অবস্থানরত সবাইকে বলছি, আসুন সবাই একটু ভাবি এ নিয়ে plz ! ~জয় বাংলা~  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।