আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে রক্তক্ষরণ

আমি কবি নই , তবু কাব্যেই আমার অলস বিচরণ , আমি স্বপ্নাহত , তবু স্বপ্নেই আমার দিন যাপন

বলছো তুমি ভাঙ্গা গলায় ভুলে কি আমায় গেছো ? কঠোর আমি বলছি তোমায়, একি তুমি কাঁদছো ? ক্ষনিক পরে বললে তুমি এত কঠোর কেমন করে হলে ? জবাবে বলছি আমি, ঠিক সে ভাবেই, যে ভাবে তুমি আমায় ছেড়ে গেলে । বলছো তুমি, কেমন করে এত বদলে গেছি আমি, জানি আমায় ঘৃণা কর অনেক বেশি তুমি । যদি পারো করো ক্ষমা, ভুলে যেও আমায়, বলছি আমি, এ আর নতুন কি, অনেক আগেই করেছি ক্ষমা, ভুলে গেছি তোমায় । বলছি আমি ব্যস্ত আমি, এখন তবে রাখি, আর করনা আমায় স্মরণ, ভেঙ্গে যায় সম্পর্ক, কেটে যায় লাইন, কেউ দেখেনা লুকানো চোখের জল, আর হৃদয়ে রক্তক্ষরণ ............। ১০ মে, ২০১১, ( ২০.৩৮ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।