আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার অভিশাপ

চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। রাত অনেক হলো জেগে থাকা রাত, কবির সঙ্গী হবে আজো! চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। কবিরা বড় মিথ্যে বলে, মন ভুলায় অন্যদের, নিজের তো বটেই। কবিরা নির্লজ্জ,তাদের প্রতি নিক্ষিপ্ত গালি গালাজ নিদারুন ব্যবহার হয় ছন্দে, নিমেষেই! আমি ছন্দের ধার ধারি না! দাড়ি কমায় আমার মাথা ব্যথা নাই। গদ্য রুপী বাক্য গুলো এলোপাথারি ছড়িয়ে দেই চুলোয় যাক, ধুকে মরুক!! আমার কি? বেওয়ারিশ বাক্য গুলো আর্তনাদ করে হত্যা করা তো পাপ! শ্বাসরোধে নিহত কবিতা গুলোর অভিশাপ,আমি আজো বয়ে বেড়াই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।