আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার আলো



এক কালে প্রতিদিন হত দেখা প্রতিবার হাসিমুখে, তুমি আর আমি- সুদূর নয়নে ছিল কল্পরেখা, হিয়ার সিংহাসনে রাণী হবে তুমি। পৃথিবীর সব পথ ঘুরে ঘুরে- যুগের ক্লান্তি লয়ে ফিরব ঘরে, তোমার শাসক চোখ জ্বালবে আলোক সে আলোয় সব ক্লেশ ছাই হবে পুড়ে। দেখব তোমার চুলে ঝিলিক খেলে কেমনে তৃপ্ত রবি ডুবে অস্তাচলে- সমস্ত দিনের সফলতা লয়ে বুকে, ভাবতাম মনে মনে ভালবাসাবলে তুমি নূর হবে মোর কল্পলোকে। আমার স্বপ্নে তুমি দুডানা মেলে হতে দূর ক্ষুদাতোর-প্রেম লয়ে বুকে আপন মনেতে শুধু চলে গেলা খেলে প্রেমের সওদা শেষে দেনা না চুকে। আমার সকল তুমি নিয়েছিলে হরি প্রকাশ গুপন যত চিল সঞ্চয়, দায় যত তাই দিলে আমায় তোমারি স্বপ্ন হরণ করে নিলে ছলনায়।

ভেবেছিনু ভালবাসা তোমার যা প্রেম ভাব ছিল ছিলনাতা নিকষিত হেম। তুমি আর আসবেনা জানি কত দিন বাতিহীন হৃদ-দিয়া-দানি। এর পর কাটিয়েছি নিশি বহুদিন হাসি, বেথা, আনন্দ হীন, এর পর দূর করে মোর মনের আঁধার গগনেতে এল মোর নতুন সবিতা, ব্যদনার কথামালা, আমার কবিতা। কবিতার কথা তোমাকে বলবনা, শুধু জেনো আজ সে আমার ঘরে এসেছিল। কবিতাকে বলেছি তোমার ছলনা ছন্দময়ী মিটি মিটি হেসেছিল।

আমারে সে বলেছিল উপহাস করে পদ্য' কেন কাঁদ মিছে আজও তারে স্মরে। তোমারে যা দেয়নি সে মিছে মিছি কেন পেয়েছিলে সেই দান ভাবছ এমন- ‌‌‌‍'আপনার ভুলে তারে হারাইলে যেন'। আমি নিশ্চুপ বসে' কবিতারে করি অনুভব, ধীরে ধীরে আলো হয় কবিতা রানী- পদ্য হৃদয় মুর খুজেপায় জীবন বানী। এমন জাগত রাতে আমি এর পর- জগতের সব ব্যথা ভুলে কিছুক্ষণ, সত্য "জীবন বানী" ফুটায়ে অধর- কবিতারে করেছিনু আমার আপন। বুঝিলাম মনে মনে এ ক্ষুদে জীবন- সে নহে অনন্ত মুর এ বসুধাপরে, তবে কেন সুখে হাসি ব্যাথায় কাঁদন- সকলি ক্ষনিক, সব দুদিনের তরে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।