আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার কথা



কবিতার কথা শাফিক আফতাব.............. কবিরা ব্যর্থপ্র্রমিক__এই উপাধি পেয়েছিলাম স্কুল জীবনে, তারপরও কবিতা লিখে গেছি অকাতরে__যখন তখন __ কবিবার না খেয়ে মরে__এ কথা জেনেছি কলেজ জীবনে, অনেক ভেবে কবিতা লিখবোন না __ এই করেছিলাম পণ। তবু কবিতা লিখে গেছি__কখন, নিজেও জানি না __ তবু কবেই ভরে গেছে আমার ব্যক্তিগত ক্যাবেনেট আর দেরাজ, ‌কবিতা লেখে__ যারা জীবনে পায় আঘাত, দুঃখ আর বেদনা __ যদিও আজ না খেয়ে মরি__তারপরও কবিতাই সম্বল আজ। কবিতার জন্য আমি মানুষের লাঞ্ছনা অকাতরে সয়ে গেছি, কবিতার জন্য আমি যৌতুক নেই নি শ্বশুর বাবাজীর কাছে__ কবিতার জন্য আমি মানুষের কান্না দেখে কত বার কেঁদেছি__ আজ তবু না খেয়ে বেঁচে অাছি __শুধু কবিতাকেই ভালোবেসে। এদেশে কবিতা ভাত দেবেনা, জানি__দেবেনা একখণ্ড বস্ত্র __ কবিতাকে ভালোবাসতে হবে তবু __ও যে মানবতার অস্ত্র। ০৪.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।