আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার কবি।

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

আমি নই কবিগুরু নই আমি পলী কবি, আমি নই সাহিত্যিক সাধ্য নেই, আমার একটি কবিতা লিখার, ভাষা নেই কিছু বলার। তারপরও আমি হব তোমাদের কবি। তোমরা বলকি? এ ব্যাটা কোন দিন হলোরে আবার আমাদের কবি? এদেশে আছে মানুষ, কিছু ভালো মন্দ। গান কিন্তু ঠিক হয়না, না হলে ছন্দ। সু-শান্তের শান্ত যিনি অন নাই যার, তার সাথে সমতুল্য হবে কি আমার? আমার কবিতার ঠিক নাই বিন্দু-কমা, ঠিক নাই মাত্রা। তাই বলে আমাকে নিয়ে কেন, করছ উপহাস? এমনি করে এগিয়ে নেব, কবিতার যাত্রা। দেখে নিও যবে, সাহিত্যাকাশে উঠবে রবি আমিই হব তখন তোমাদের কবিতার কবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।