আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার কোন দু:খ নেই

আমি নই, কবিতাই বরং আমাকে সৃষ্টি করে-আহমাদ মাত্বার

গল্পগুলো থাক গল্পের মতো, ভোর
এসে বলে গেল তাই, হাটার ছন্দে মাঝে মধ্যেই ক্লান্তি নামে
জিরোবার ছায়ারা মিলিয়ে গেছে বহুদুর।
রাত আমার সুখের সময়, সুসময়ে পার্কের বেঞ্চে মিশে
যেতে দেখেছি শতকান্নার আভাস, কাজল-মাসকারায়
অশ্রুর মিশেলে শিল্পীর মিলে নতুন রং।
আমি আমার বোনের জন্য কখনো কাদিনি, মাকে
হেটে যেতে দেখিনি নিয়নের
হলুদ নি:সঙ্গতায়,পাতাগুলো তাই
শেষ হয়ে আসে, দোকানে বেরুই ম্যাটাডোরের খোজে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।