আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের তেঁতুল... (একটি লালা ঝরা স্যাঁতস্যাঁতে পোস্ট)

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ.... কবি বলেছেন, (আই মিন কবিদের রাজা কবিরাজ বলেছেন), "তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রক্ত পানি হয়- এ ধারণা সম্পূর্ণ ভুল।" তাইলে আমার কথা হইলো, জিহবার ডগায় বানের পানির মত এতো পানি তাইলে আসে কোত্থেকে?? প্যাচাল বন্ধ কইরা এখন আসল কথায় আসি। তেঁতুল খাইলে ( ) আপনি যেসব সোয়াব পাইবেন, সেই কথায় আসিঃ তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিয়মিত তেঁতুল খেলে শরীরে সহজে মেদ জমতে পারে না তেঁতুলে টারটারিক অ্যাসিড থাকায় খাবার হজমে সহায়তা করে যাদের পেটে গ্যাস জমে তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে তেঁতুলের শবরত খেলে পেটে গ্যাস জমা থেকে রক্ষা পাবেন হাঁপানি ও দাঁত ব্যথায় তেঁতুল গাছের ছাল চূর্ণের রস খেলে উপশম পাওয়া যায় তেঁতুল পাতার রস কৃমিনাশক ও চোখ ওঠা সারায় মুখে ঘাঁ বা ক্ষত হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায় কাঁচা তেঁতুল গরম করে আঘাত পাওয়া স্থানে প্রলেপ দিলে ব্যথা সারে পুরনো তেঁতুল খেলে আমাশয়, কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায় পুরনো তেঁতুল খেলে কাশি সারে এমন আরো অনেক কাজে তেঁতুল ব্যবহার হয়ে আসছে। এইবার পোস্টের স্যাঁতস্যাঁতে ময় অংশে আসি। তেঁতুল নিয়ে ইদানিং যেসব রসালো আলোচনা হচ্ছে তাই দেখে চারটা মিনি কোবতে লিখে ফেললাম। জানিনা কেমন হলো?? কোবতে নং ১ সাগরের ঢেউএ গড়া আকা বাকা দেহ তার মন চায় স্বাদ নিতে দিন-রাত বারবার কোবতে নং ২ আধভেজা শরীরের দুর্নিবার আহবান কে পারে রুখিতে? ব্ল্যাকহোলের এ টান। কোবতে নং ৩ সবুজ রঙা চাদর দিয়ে যতই লুকাক আড়ালে অধরা আমারই হবে দুটি হাত বাড়ালে কোবতে নং ৪ নগ্নতার স্নিগ্ধতায় শিশু থেকে বুড়ো লোভাতুর চাহনি আধটা নয়, পুরো ! _________________________________________________ _________________________________________________ একখানা বোনাস ফটুকঃ (কিন্তু তেঁতুলের তো বিচি হয়... !!! ক্যামনে কি? )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।