আমাদের কথা খুঁজে নিন

   

আদিবাসী ও উপজাতি. দুটো কি এক কথা??

চেষ্টা করি ভাল থাকতে... এই চেষ্টা থাকবে... উপজাতি এবং আদিবাসী। এই দুটো কি এক?? আমরা অনেকেই হইত শুনেছি অনেক জায়গায় পরেছি এই দুটো শব্দ কে একি হিসেবে ধরা হয়। কিন্তু আসলে কি এই দুটো শব্দ একি অর্থ প্রকাশ করে?? উপজাতিঃ এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলত‍ঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে। উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসমূহ হচ্ছেঃ- মগ, মুরং, মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং ইত্যাদি।

বাংলাদেশে উপজাতীয় জনগোষ্ঠীর শীর্ষস্থানে রয়েছে চাকমা উপজাতির লোকজন। মুলত ১৬০০ সালের পর থেকে তারা এই দেশে আসতে শুরু করে। একেক উপজাতি দের জন্য এই দেশে আগমনের কারন ছিল একেক রকম। কেও বিতারিত হয়ে, কেও প্রানের ভয়ে, কেও বা সুধু মাত্র সখের বশে এই দেশে এসে বসবাস করছে। উপজাতিরা বেশিরভাগ ই আমাদের দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বসবাশ করে।

কারন তারা মায়ানমার, ভুটান, নেপাল, ইন্ডিয়া ও চীন থেকে এই দেশে এসে বসবাস শুরু করেছে। এখন আসি আদিবাসী তে। । আদিবাসিঃ কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়।

বাংলাদেশ এর আদিবাসী হল বাঙ্গালীরা যারা বাংলাদেশ এ সবার আগে থেকে বসবাস করছে। আগে এদেশের সভ্যতাকে অনেকেই অর্বাচিন বলে মনে করলেও বঙ্গদেশে চার হাজারেরো বেশি প্রাচীন তাম্রাশ্ম (chalcolithik) যুগের সভ্যতার নির্দশন পাওয়া গেছে যেখানে দ্রাবিড়, তিব্বতী-বর্মী ও অস্ট্রো-এশীয় নরসম্প্রদায়ের বাস ছিল বলে ধারণা করা হচ্ছে। বঙ্গ বা বাংলা শব্দটির সঠিক ব্যুৎপত্তি জানা নেই তবে অনেকে মনে করেন এই নামটি এসে থাকতে পারে দ্রাবিড় ভাষী বং নামক একটি গোষ্ঠী থেকে যারা এই অঞ্চলে আনুমানিক ১০০০ খ্রিষ্টপূর্বাব্দে বসবাস করত। ডঃ অতুল সুরের মতে "বয়াংসি" অর্থাৎ পক্ষী এদের টোটেম ছিল। উয়ারী-বটেশ্বর অঞ্চলে ২০০৬ খ্রিস্টাব্দে প্রাপ্ত পুরাতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী বাংলাদেশ অঞ্চলে জনবসতি গড়ে উঠেছিলো প্রায় ৪ হাজার বছর আগে।

ধারণা করা হয় দ্রাবিড় ও তিব্বতীয়-বর্মী জনগোষ্ঠী এখানে সেসময় বসতি স্থাপন করেছিল। অর্থাৎ বাংলাদেশ এর জনবসতি উপজাতি আগমনের অনেক অনেক আগে থেকেই। ঠিক যেমন আমেরিকার আদিবাসী হল রেড ইন্ডিয়ান। তারা কলম্বাস এর যাওয়ার আগে থেকেই ওই ভূখণ্ডে বসবাস করছে। কিন্তু বর্তমানে তারা তাদেরই ভূখণ্ডে সংখ্যালঘু।

১৭৫৭ সালে আমেরিকা তে প্রায় ৩ কোটি রেড ইন্ডিয়ান ছিল যা এখন মাত্র ১৫ লাখ এ এসে দাঁড়িয়েছে। তাই আমদের উচিত আদিবাসী ও উপজাতি বেপার গুলা পরিষ্কার ভাবে বোঝা। আমাদের এই দেশ কে আমরা ভালবাসি। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সছেতন থাকতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.