আমাদের কথা খুঁজে নিন

   

আদিবাসী মন্ত্রীর এলাকাতেও আধিবাসীরা নিরাপদ নয়!বিজিবি কত্তৃক ৫ম শ্রেণীর আদিবাসী গারো ছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদ জানাই।

সীমান্তে টহলরত অবস্থায় ২ বিজিবি সদস্য কর্তৃক গারো স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গত সোমবার বিকালে ময়মনসিংহে হালুয়াঘাট গোবড়াকুড়া ক্যাম্পের সব সদস্যকে প্রত্যাহার করে বিচারের স্বার্থে বিজিবির ময়মনসিংহের ২৭ ব্যাটালিয়ন সদর দপ্তর খাগডহরে আনা হয়েছে। তাদের পরিবর্তে উক্ত ক্যাম্পে অন্য সদস্যদের প্রতিস্থাপন করা হয়েছে। অভিযুক্ত বিজিবির দুই সদস্য জাহাঙ্গীর আলম ও খোরশেদ আলমকে অন্তরীণ রেখে এ ঘটনার তদন্ত কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিজিবির ২৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আবু দার্দ্দা মো. মাজ জানান, যৌন হয়নানির ঘটনায় বিজিবির সদস্য জাহাঙ্গীর আলম ও খোরশেদ আলমের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ ব্যাপারে স্থানীয় লোকজনের সাক্ষ্যও নেওয়া হয়েছে।

দ্রুত তদন্ত সম্পন্ন করা হবে এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ছাড়াও ওই ঘটনায় গোবড়াকুড়া ক্যাম্পের দায়িত্বরতদের কোনও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহের হালুয়াঘাটে বিজিবির গোবড়াকুড়া ক্যাম্পের সদস্য জাহাঙ্গীর আলম ও খোরশেদ আলম সীমান্তবর্তী এলাকায় টহলরত অবস্থায় মদ্যপান করে রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর গোবড়াকুড়া গ্রামের গারো সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে গিয়ে তার কন্যা স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা চালায়। তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এসে জাহাঙ্গীর আলমকে গণধোলাই দেয়। এসময় অপর সদস্য খোরশেদ আলম পালিয়ে যান।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.