আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ বাংলাদেশে কারা আসলে আদিবাসী কারা উপজাতি আর কেনই উপজাতিদের আদিবাসী বলে চালিয়ে দেয়ার চেস্টা???? নিজে জানুন সচেতন হউন , অন্যকে জানান

কাঁঠাল পাকুক আর নাই পাকুক আজ জ্যৈষ্ঠ মাস , গরমে করি খালি হাঁসফাঁস প্রথমেই বলে রাখি বাংলাদেশের সব নাগরিকের দেশ বাংলাদেশ , সবার সমান অধিকার আছে , কিন্তু কয়েক বছর জাবত আদিবাসী না তদের ও আদিবাসী বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা অরা হচ্ছে , আদিবাসী ব্যাপারটা পরিস্কার করতেই আমার ক্ষুদ্র প্রচেস্টা। পার্বত্য চাক্মা মারমারা কখনই আদিবাসি নয়া, সাউতাল, বাঙালি এয়ারি এদেশের আদিবাসী। । চাক্মা মারমা ৫০০বছর আগে বারমা থেকে পালায় আসে আস্রয়ের জন্য , তাদের আদিবাসি বলা একটা ষড়যন্ত্রের অঙ্গ কারন আদিবাসিদের অধিকার বিশেষ রকমের যেটা বাহির থেকে আসা চাক্মা মারমারা কখনই পাওয়ার কথা না, কিন্তু প্রথম আলো স কিছু পশ্চিমা সমর্থনপুষ্ট পত্রিকায় সবসময় আদিবাসী শব্দটি বেবহার করা হচ্ছে যেটা ঠিক না । চাক্মা মারমারা যদি আদিবাসি হয় তাহলে রেড ইন্ডিয়ান রা না উপনিবেশকারী ব্রিটিশ ফ্রেঞ্চ রাই আদিবাসি এটা কি সম্ভব??? আদিবাসীদের কিছু বিশেষ অধিকার থাকে , যেমন তাদের জমি সংক্রান্ত ।

কিন্তু এটা পার্বত্য চত্তগ্রামের ক্ষেত্রে ভুলভাবে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বেবহার করার চেস্টা করা হচ্ছে । এতে সহযোগিতা করছে কিছু পশ্চিমা টাকা খাওয়া এন জি ও, আর ভারত ত আছেই । কিছুদিন আগের এক পোষ্ট ে বলেছিলাম যে পূর্ব তিমুর এঁর পর ভারতের মনিপুর মিজরাম আর আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র ২০৫০ এঁর প্রথিস্তার নিল নক্সা চলছে (Click This Link) বারবার পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের আদিবাসী বলে চালায় দেয়ার অপচেস্টা ে ঈ একটা অংশ । আমরা বাঙালি আদিবাসী উপজাতি সবাই বাংলাদেশের নাগরিক , দেশটা আমাদের । এখানে সবাই ক্ষমতার অপবেবহারের শিকার রাজনিতিবিদ দের, শুধু এমন না যে দরিদ্র শুধু পার্বত্য এলাকায় আমরা বাঙ্গালিরা সাউতাল রা সব জমিদার , সমস্যা থাকবেই যেটা আমাদের ই সমাধান করতে হবে , অবশই সেটা দেশের ক্ষতি করে না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।