আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধা হব

তবু আমি সন্ধ্যা হব, আমার ইচ্ছা মত। লোকে আমায় যতই বলুক, "পাগল ছেড়া যত। " আমায় বলে, সকাল হতে, "সূর্য পাবি..., বোকা ...। " আমি কি আর বোকা বালক...,? এতো সহজে ধোঁকা.,..?! সকাল দেখায়, দুপুর দেখায়, কতো হাঁকা হাঁকি। বাদ দিলনা কিছুই তারা, করল বকা বকি।

আমি কি আর সইতে পারি..! এতটুকু ছেলে..। যে ভাবে জোকের মত, লাগছে সবাই মিলে। সকাল আমি হয়েই গেলাম, আদর খেতাব পেলাম। এবার আমি সন্ধ্যা হব! মন পারে গেলাম। বুড় সময় বলে হেসে.,,.।

"তোমার সন্ধ্যা...? কবেই মরে গেছে। " .! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।