আমাদের কথা খুঁজে নিন

   

তুমি অনন্যা

তুমি রক্তজবা সূর্যমুখী কিংবা গোলাপ নও গন্ধরাজ শিউলি বকুল জুঁই চাঁপা ও নও নও করবী রজনিগন্ধা মল্লিকা কিংবা কেয়া হাস্নাহেনা বেলি পদ্মা কিংবা ডালিয়া। তুমি তো কবির লিপির কল্পিত রাজকন্যা।। আল্লাহতায়ালার সৃষ্টির মাঝে তুমি তুলনাহিনা রূপগুণ আর মাধুর্যে সত্যি অনন্যা, এতই রূপবতী যা চাঁদকেও হার মানায় নির্জনে নিরবে আবার, সবাইকে জ্বালায় কাজল কালো চোখ তোমার কণ্ঠ কি মধুর, যে বুঝবে হতেই হবে অবাক বিভোর। চলনে তুমি বলনে তুমি কত যে সংযমী জানিনা তোমায় কীসে গড়েছেন ঐ অন্তর্যামী , শিল্পির তুলি কবির কবিতায় হয়না তুলনা সত্যিই তুমি, তুমাতেই তুমি,তুমি অনুপমা। ধরণীর ঘরে আছেগো যারা সুন্দরের পূজারী দ্বিধা লজ্জা ভুলে করবেগো দাবি তোমারই, অনন্যা তুমি সুভাষ বিলাও সব পূজারীর মনে এই কামনা করি আমি নিভৃতে গোপনে। সুন্দরের পূজারী বলে লিখলাম কিছু কথা তাতে তুমি ভেবোনা খারাপ নিওনা মনে ব্যথা, ভালো থেকো সুস্ত থেকো এই মোর কামনা সত্যি তুমি বন্ধু তুমি তুমি যে অনন্য।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।